জয়ের সুবাস আগের দিনই পাচ্ছিল খুলনা বিভাগ। তবে লড়ে যাচ্ছিলেন জাকির হাসান। শেষ রক্ষা হয়নি। ফলোঅন পড়ে লড়াই করলেও হার বাঁচাতে পারেননি তিনি। সিলেট বিভাগকে সহজেই হারিয়ে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেটে লিগের (এনসিএল) প্রথম স্তরে পথচলা শুরু হলো খুলনার। বৃহস্পতিবার সিলেটকে ৮ উইকেটে হারাল তারা। 

শেখ আবু নাসের স্টেডিয়ামে জিততে দ্বিতীয় ইনিংসে খুলনার লক্ষ্য ছিল মাত্র ৬৮ রান। যা স্বাগতিকরা ৯ ওভারে তিন বলেই পেরিয়ে গিয়ে হাসিমুখে মাঠ ছাড়ে। 

ম্যাচে খুলনার ৩৭৫ রানের জবাব দিতে নেমে প্রথম ইনিংসে ১৩৪ রানে অলআউট হয় সিলেট। এরপর জাকিরের ১৫ চারে ১৪০ রানের সংগ্রামী ইনিংসে দ্বিতীয় ইনিংসে তুলে ৩০৮ রান। 

ম্যাচের চতুর্থ দিনে বৃহস্পতিবার সকালেই ফেরেন অলক কাপালি (২৩)। তবে অন্য প্রান্তে জাকির লড়াই হার মানে। ততক্ষণ দল ফলোঅন লজ্জা কাটিয়ে ওঠে। লিডও পায় ৬৮ রানের। খুলনার হয়ে ৪ উইকেট নেন আব্দুল হালিম। মইনুল ইসলাম সোহেল শিকার করেন ৩ উইকেট।

তারপর ৯ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় খুলনা। ৩৩ রান করেন ইমরানুজ্জামান। ইমরুল কায়েস ১৮, রবিউল ইসলামের ব্যাটে ১৪। তবে ম্যাচ সেরা বিজিত সিলেটের সেঞ্চুরিয়ান জাকির হাসান।

সংক্ষিপ্ত স্কোর-

খুলনা বিভাগ ১ম ইনিংস: ৩৭৫/১০
সিলেট বিভাগ ১ম ইনিংস: ১৩৪/১০
সিলেট বিভাগ ২য় ইনিংস: ১০৪.৫ ওভারে ৩০৮/১০ (জাকির ১৪০, কাপালী ২৩, এনামুল জুনিয়র ৯, রেজাউর ১৪, আবু জায়েদ ৪, খালেদ ০*; হালিম ৪/৬২, মাসুম ১/৬১, জিয়াউর ১/৩৬, মইনুল ৩/৩৬)।
খুলনা ২য় ইনিংস: (লক্ষ্য ৬৮) ৯.৩ ওভারে ৭৩/২ (রবি ১৪, ইমরান ৩৩*, ইমরুল ১৮, তুষার ১*; খালেদ ১/৩২, রেজাউর ১/৫)।

ফল: খুলনা ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: জাকির হাসান।