নাসির হোসেন সেঞ্চুরি করলেন প্রথম ইনিংসে, বল হাতেও পেলেন চার উইকেট। ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচটা রংপুরের এই ক্রিকেটারই করে রেখেছিলেন। কিন্তু প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নিয়ে সেসব ম্লান করে দিয়ে ঢাকাকে ৮০ রানের জয় এনে দিয়েছেন স্পিনার নাজমুল ইসলাম অপু।

শেষদিনে জয়ের জন্য আট উইকেট হাতে রেখে রংপুরের দরকার ছিল ২২৯ রান। কিন্তু মাত্র ১৮৩ রানেই গুটিয়ে যায় তারা। এতে বড় ভূমিকা রাখেন স্পিনার নাজমুল ইসলাম অপু। শেষদিনে তিনি একাই নিয়েছেন পাঁচ উইকেট। এই ইনিংসে ৬৪ রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন তিনি। 

এটিই তার ক্যারিয়ারের সেরা বোলিং।  ২১ রানে ৫ উইকেট ছিল তার আগের সেরা। ২ উইকেটে ৩৫ রান নিয়ে শেষদিনে খেলতে নামে রংপুর। কিন্তু দিনের শুরুতেই অপুর শিকার হয়ে দুই অপরাজিত ব্যাট্সম্যান মাহমুদুল হাসান জয় ও শুহরাওয়ার্দী শুভ আউট হয়ে যান। 

অধিনায়ক নাঈম হাসান একপ্রান্তে আগলে রাখলেও কেউই তাকে সেভাবে সঙ্গ দিতে পারেননি। ১৯৪ বলে ৬১ রান আসে নাঈমের ব্যাট থেকে। ৮৩ বল থেকে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে আকবর আলীর ব্যাট থেকে। রংপুর ১৮৩ রানে অলআউট হয়।

সংক্ষিপ্ত স্কোর

প্রথম ইনিংস

ঢাকা বিভাগ ৩৬৫, রংপুর ২৩০

দ্বিতীয় ইনিংস

ঢাকা বিভাগ ১২৮, রংপুর ১৮৩

রংপুর ২য় ইনিংস: ৮৬.২ ওভারে ১৮৩ (সোহরাওয়ার্দী ২০, আকবর ২৮, নাঈম ৬১; নাজমুল ৩৯.২-৮-৬৪-৬, আরাফাত জুনিয়র ৬-০-৬৪-১, সাইফ ৭-১-১৪-১, তাইবুর ১৩-৪-২১-২)।

ফল: ঢাকা ৮০ রানে জয়ী।

ম্যাচসেরা: নাজমুল ইসলাম অপু।

এমএইচ/এটি