ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার নিয়ে কোহলির ক্ষোভ
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে রুদ্ধশ্বাস ম্যাচে জয়ের মধ্যদিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। স্যাম কারানের অনবদ্য ইনিংসের পরও জিততে পারেনি সফরকারীরা। পরাজিত হলেও ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার গেছে ইংলিশদের ঘরে। এতে ক্ষোভ জানিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক বিরাট কোহলি।
তৃতীয় ম্যাচে অনবদ্য এক ইনিংস খেলে ভারতকে প্রায় হারিয়ে দিয়েছিলেন স্যাম কারান। নবম উইকেটে মার্ক উডের সঙ্গে গড়েছিলেন ৭৩ রানের জুটি। তার ব্যক্তিগত সংগ্রহ ছিল ৮৩ বলে ৯৫ রান। বিরোচিত এই ব্যাটিংয়ের জন্য কারানকেই বেছে নেওয়া হয় ম্যাচ সেরা হিসেবে। আর সিরিজ সেরার পুরস্কার জিতেছেন জনি বেয়ারস্টো। প্রথম ম্যাচে ৯৩ করার পর দ্বিতীয় ওয়ানডেতে ১২৪ করেন তিনি।
বিজ্ঞাপন
ম্যাচ ও সিরিজ সেরার এই পুরস্কারের জন্য ক্রিকেটার বাছাই পছন্দ হয়নি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। তার মতে এই পুরস্কার পাওয়া উচিত ছিল শার্দুল ঠাকুর ও ভুবনেশ্বর কুমারের।
তিনি বলেন, ‘সত্যি বলতে আমি খুবই অবাক হয়েছি, শার্দুল ম্যান অব দ্য ম্যাচ পায়নি। চার উইকেটের সঙ্গে ৩০ রান করেছে সে। এছাড়া ভুবনেশ্বরও ম্যান অব দ্য সিরিজের অন্যতম দাবিদার ছিল। মাঝের ওভার ও পাওয়ার প্লেতে এরা পার্থক্য গড়ে দিয়েছে।’
বিজ্ঞাপন
শেষ ওয়ানডে নিয়ে কোহলি বলেন, ‘বিশ্বের সেরা দুই দল যখন লড়াই করে তখন চিত্তাকর্ষক মুহূর্ত দেখা যাবেই। আমরা শুরু থেকেই জানতাম ইংল্যান্ড কোনোভাবেই হাল ছাড়বে না। স্যাম কারান অসাধারণ খেলে ওদের ম্যাচে রাখল। অন্যদিকে আমরাও নিয়মিত উইকেট তুলে চাপ বজায় রেখেছিলাম।’
এমএইচ/জেএস