পিনাক-তুষারের সেঞ্চুরি, মুগ্ধর ছয় উইকেট
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শুরু হয়েছে সোমবার। চার ভেন্যুতে মাঠে নেমেছে দুই টায়ারের আট দল। প্রথম দিনেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তুষার ইমরান ও তরুণ পিনাক ঘোষ। এই দুই জনের সেঞ্চুরির দিনে ছয় উইকেট নিয়েছেন তরুণ পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ।
কক্সবাজারে টায়ার টুয়ের ম্যাচে ঢাকা মেট্টোর মুখোমুখি হয় চট্টগ্রাম বিভাগ। টস হেরে আগে ব্যাট করতে নেমে ভালো শুরুই পেয়েছে মুমিনুল হকের চট্টগ্রাম। ১৩ চার ও ২ ছক্কায় ২৫৬ বলে ১৩৭ রান করে অপরাজিত আছেন পিনাক। ৪ উইকেট হারিয়ে ২৮১ রানে দিন শেষ করেছে চট্টগ্রাম।
বিজ্ঞাপন
সাভারের বিকেএসপিতে বরিশালের বিপক্ষে টায়ার টুয়ের ম্যাচে মাঠে নামে রাজশাহী বিভাগ। আগে ব্যাট করতে নেমে মাত্র ৮২ রানে অলআউট হয়ে যায় বরিশাল। তাদের পক্ষে ২৬ বলে সর্বোচ্চ ১৮ রান করেন মঈন খান। এ ছাড়া ব্যক্তিগত সংগ্রহ দুই অঙ্কের ঘরে নিতে পেরেছেন আর মাত্র দুইজন।
রাজশাহীর পক্ষে চার উইকেট করে নেন তাইজুল ইসলাম ও সানজামুল ইসলাম। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি রাজশাহীও। ১৫১ রানেই অলআউট হয়ে যায় তারা। ৯৯ বলে ৪৩ রান করে রান আউট হওয়া ওপেনার জুনায়েদ সিদ্দিকীই ছিলেন দলটির সর্বোচ্চ রান সংগ্রাহক।
বিজ্ঞাপন
এছাড়া তানজিদ হাসানের ব্যাট থেকে আসে ৩৬ বলে ৩৬ রান। বরিশালের পক্ষে ২৩ ওভারে ৬৫ রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন সোহাগ গাজী। শেষ বিকেলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৩ রানেই এক উইকেট হারিয়েছে বরিশাল।
এদিকে কক্সবাজারে টায়ার ওয়ানের ম্যাচে জাকির হোসেনের সেঞ্চুরিতে ঢাকা বিভাগের বিপক্ষে শক্ত অবস্থানে আছে সিলেট বিভাগ। প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৮২ রান। ১৭ চার ও ২ ছক্কায় ২২৮ বলে ১৫৯ রান করে আউট হন জাকির। ১৫৩ বলে ৬৭ রান করেছেন জাকের আলি। ঢাকার পক্ষে তিন উইকেট নিয়েছেন শুভাগত হোম।
টায়ার ওয়ানের আরেক ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন তুষার ইমরান। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৩১তম সেঞ্চুরি পাওয়া তুষার ১৩৬ বলে ১১৬ রান করে আউট হয়েছেন মুগ্ধর বলে। তার সেঞ্চুরির পরও রংপুরের বিপক্ষে ২২১ রানে অলআউট হয়ে গেছে খুলনা বিভাগ।
এর সবচেয়ে বড় কৃতিত্বটা তরুণ পেসার মুগ্ধর। ১৩ ওভার ১ বল হাত ঘুরিয়ে ৬৪ রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন তিনি। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১০৩ রানে তিন উইকেট হারিয়েছে রংপুর।
এমএইচ