চ্যাম্পিয়ন হলে ২৫ হাজার ডলার বোনাস পাবেন জামালরা
জামাল ভূঁইয়ারা যখন দশরথে ফাইনালের জন্য ওয়ার্ম আপ করছেন। তখন আসলো বোনাসের ঘোষণা। নেপালের মাটিতে চ্যাম্পিয়ন হতে পারলে ফুটবলারদের বাফুফে দেবে ২৫ হাজার ডলার বোনাস। এছাড়া চ্যাম্পিয়ন ৫ হাজার ডলার প্রাইজমানি তো থাকছেই।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বিমানবন্দরে থেকে এ ঘোষণা দিয়েছেন। কুয়াশার কারণে তারা এখনো বিমানবন্দরে রয়েছেন। প্রায় ১৫ বছর পর বিদেশের মাটিতে প্রথমবারের মতো ফাইনাল খেলবে বাংলাদেশ ফুটবল দল।
বিজ্ঞাপন
আমন্ত্রণমূলক ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক নেপালের। দশরথ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ছয়টায়। এই ম্যাচে জয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া।
ফাইনালে বাংলাদেশের একাদশ-
বিজ্ঞাপন
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক) , রিয়াদুল হাসান রাফি, সাদ উদ্দিন, মেহেদী হাসান রয়েল, জামাল ভূঁইয়া, রিমন, মতিন মিয়া, সুমন রেজা, রাকিব হোসেন, মানিক মোল্লা ও মেহেদী হোসেন।
এজেড/এমএইচ