বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গাজী ট্যাংক ফাউন্ডশনের সহযোগিতায় ‘বাংলাদেশ হুঊলচেয়ার ক্রিকেট ইনডিপেনডেন্স কাপ ২০২১’ অনুষ্ঠিত হয়েছে। 

আশিয়ান সিটি প্লে গ্রাউন্ডে সোমবার সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই খেলা চলে। ১০০ বলের এই ম্যাচে লাল ও সবুজ এই দুই দলে ভাগ হয়ে ক্রিকেট খেলেন হুইল চেয়ার দলের সদস্যরা। 

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী গ্রুপের ম্যানেজিক ডিরেক্টর গাজী গোলাম মুর্তজা, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সানিয়া বিনতে মাহতাব, গাজী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র নাহ, গাজী পাইপের সিনিয়র ডেপুটি ম্যানেজার স্বপন অধিকারী, গাজী ফাউন্ডেশনের সদস্য লক্ষণ কুমার সাহা ও ট্রেজারার দেবাশীষ সাহা।

এটি/এমএইচ