বিশ্বকাপে পরপর চারবার এমন হার ইংল্যান্ডের
২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে হেরেছে ইংল্যান্ড / ছবি : সংগৃহীত
২০১১ সালে আয়ারল্যান্ড। ২০১৫ সালে বাংলাদেশ। ২০১৯ সালে শ্রীলঙ্কা। এ বার ২০২৩ সালে আফগানিস্তান! বিশ্বকাপের মঞ্চে কম শক্তিশালী দলের বিরুদ্ধে হারের ধারা অব্যাহত রাখল ইংল্যান্ড। গত বারের বিশ্বকাপের চ্যাম্পিয়নদের মাটিতে নামিয়ে দিলেন রশিদ-মুজিবের আফগানিস্তান। ব্যাটে, বলে ব্যর্থ ইংরেজ দল। রোববার (১৫ অক্টোবর) ৬৯ রানে আফগানিস্তানের বিরুদ্ধে হেরে গেল ইংল্যান্ড।
২০১৯ সালে এক দিনের বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। কিন্তু সেই জয়ের পথে ইয়ান মর্গ্যানদের হারতে হয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। আগের মতো এখন আর শক্তিশালী দল নয় তারা। সেই দলের বিরুদ্ধে হেরে যায় ইংল্যান্ড। ২৩২ রান তুলেছিল শ্রীলঙ্কা। সেই রান তুলতে গিয়ে ঘরের মাঠে ইংল্যান্ড শেষ হয়ে গিয়েছিল ২১২ রানে। লাসিথ মালিঙ্গা একাই ৪ উইকেট নিয়েছিলেন।
বিজ্ঞাপন
২০১৫ সালে বাংলাদেশের বিরুদ্ধে হেরেছিল ইংল্যান্ড। সেই ম্যাচের নায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অসাধারণ এক শতক হাঁকিয়েছিলেন রিয়াদ। ইংল্যান্ডের সামনে ২৭৬ রানের লক্ষ্য রেখেছিল বাংলাদেশ। রুবেল হোসেনের বোলিং তোপে ইংল্যান্ডকে থামতে হয়েছিল ২৬০ রানে। রুবেল হোসেন নিয়েছিলেন ৪ উইকেট। বিশ্বকাপের মঞ্চে সেটাও ছিল অপ্রত্যাশিত হার।
বিজ্ঞাপন
রোববার আফগানিস্তান প্রথমে ব্যাট করে ২৮৪ রান করে। ৮০ রান করেন রহুমানুল্লা গুরবাজ। আফগানিস্তানের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ২১৫ রানে। তিনটি করে উইকেট নেন মুজিব-উর-রহমান এবং রশিদ খান।
এসএম