যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশ ক্রিকেটের সব থেকে অভাগা ক্রিকেটার কে? তাহলে যাদের নাম আসবে তাদের মধ্যে অন্যতম ইমরুল কায়েস। ফর্মের তুঙ্গে থেকেও জাতীয় দল থেকে বাদ পড়ার নজিরে উপরের দিকেই থাকবেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এতদিন তো মূল স্কোয়াডে সুযোগ না পেলেও প্রাথমিক দলে বিবেচিত হতেন তিনি। আসন্ন শ্রীলঙ্কা সফরে সেখানেও নাম নেই ইমরুলের।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য আজ (শুক্রবার) ২১ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এটিই মূল দল নয়, প্রাথমিক স্কোয়াড। এই স্কোয়াডেও ঠাঁই মেলেনি ইমরুলের।

দল ঘোষণার পর ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে হতাশা প্রকাশ করেন ইমরুল। জানান, মূল দলে বিবেচিত হবেন না, এ পর্যন্ত মেনে নেওয়া যায়, তবে ২১ সদস্যের দলেও যে জায়গা হবে না এমনটি কখনো ভাবেননি তিনি।

ইমরুল বলেন, ‘আক্ষেপ তো আছেই। কিন্তু এ আক্ষেপ কোথায় প্রকাশ করবো? ২১ সদস্যের দলে জায়গা না পাওয়ার ব্যাখ্যা আমার কাছে নেই। কেন জায়গা হয়নি আমি জানি না আসলে। মূল দলে জায়গা না হলেও মেনে নিতাম। কিন্তু এটা তো বেশ লম্বা প্রাথমিক দল। সেখানে অন্তত সুযোগ আশা করতেই পারি।’

শ্রীলঙ্কা সফরে সাকিব আল হাসান নেই। মাহমুদউল্লাহ রিয়াদকে ফেরানোর আলোচনা চললেও ইনজুরির কারণে বাদ পড়েছেন তিনিও। সৌম্য সরকারের উপর থেকেও আস্থা হারিয়েছে বোর্ড। যেখানে আলোচনার বাইরে থাকা শুভাগত হোম ডাক পেয়েছেন, সেখানে নিয়মিত পারফর্ম করা ইমরুল বঞ্চিত কেন?

এর জবাব নেই ইমরুলের কাছেও, ‘সিনিয়র যাদের নাম বললেন তারা থাকলে হয়তো জায়গা হবে না, কিন্তু তারা না থাকায় স্বাভাবিকভাবে সুযোগ পাই। আমার ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো প্রথমিক দলেও ডাক পেলাম না!’

দলে সুযোগ না পাওয়ার জন্য টিম ম্যানেজমেন্ট বা অধিনায়ককে দোষারোপ করতে রাজি নন ইমরুল। এজন্য কোচদের দায় দেখছেন তিনি। জানিয়েছেন, ক্যারিয়ারের এমন সময়ে এসে বাদ পড়লে আত্মবিশ্বাস কিছুটা হলেও তলানিতে গিয়ে ঠেকে।

ইমরুল বলেন, ‘বাদ পড়ার জন্য টিম ম্যানেজমেন্ট এর কোনো ভূমিকা দেখি না। একেক সময় একেক কোচ আসে, তারা আগের পারফর্মারদের মূল্যায়ন করতে চান না। নিজেদের পছন্দের স্কোয়াড বেছে নেন। ৩৪ বছর বয়সে এসেও সুযোগ না মিললে ধাক্কা তো একটু লাগেই।’

টিআইএস/এমএইচ