সবচেয়ে ভালো টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ভারত
করোনার কারণে বদলে গেছে অনেক কিছুই। সবকিছুর মতো ক্রীড়াঙ্গনেও এসেছে নানা পরিবর্তন। বিশ্বব্যাপী বিভিন্ন টুর্নামেন্টের সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।
করোনা মহামারির কারণে গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়নি টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলতি বছরের শেষদিকে এই টুর্নামেন্ট হওয়ার কথা রয়েছে ভারতের মাটিতে। তবে পুরো বিশ্বের মতো ভারতেও করোনা সংক্রমণের হার উর্ধ্বমুখী। এ অবস্থায় এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপ ঠিক সময়ে মাঠে গড়াবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
তবে বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি মনে করেন, ভালোভাবেই আয়োজন সম্ভব টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি বিভিন্ন রাজ্য সংস্থাকে লেখা চিঠিতে জানিয়েছেন, সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপই আয়োজন করবেন তারা।
সৌরভ লিখেছেন, ‘আমি আশাবাদী যে আগামী মৌসুমে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে এবং পূর্ণ ঘরোয়া মৌসুম এবং সবচেয়ে ভালো টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করব আমরা।’
বিজ্ঞাপন
তিনি আরও লিখেছেন, ‘এত দিন ধরে জৈব সুরক্ষা বলয়ে থেকেও উচ্চমানের এবং মনোগ্রাহী ক্রিকেট উপহার দেওয়ার জন্য ভারতের সমস্ত আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটারদের বিরাট কৃতিত্ব প্রাপ্য।’
এমএইচ/জেএস