জান দিয়ে খেলব, এমন মনোভাব চান সুজন
অন্য দুই ফরম্যাট তুলনায় টেস্টে বাংলাদেশ দলের পরিসংখ্যান খুব একটা সুখকর নয়। সম্প্রতি ফর্মও টাইগারদের পক্ষে নয়। ঘরের মাঠে টেস্ট হারের পর নিউজিল্যান্ডে টানা ৬ ম্যাচ হার। সবমিলিয়ে ব্যাকফুটে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার মিশন শ্রীলঙ্কা। সেখানে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবেন মুমিনুল হকরা। মানসিকভাবে পিছিয়ে থাকায় শেষ কামড় দিতে চায় টাইগাররা।
এবার শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর হিসেবে যাবেন খালেদ মাহমুদ সুজন। আজ (শুক্রবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, ‘আমাদের মাঝে একটা স্লোগান উঠতো যে, আমরা টিম বাংলাদেশ। আমি টিম বাংলাদেশকেই দেখতে চাই মাঠে। হারা-জেতা খেলার অংশ, হারতেই পারি। তবে শেষ কামড় দেয়ার মতো একটা কথা থাকে না? যে আমরা পুরো লড়াই করবো, জানপ্রাণ দিয়ে খেলবো- ঐ মনোভাব আমি চাই মাঠে।’
বিজ্ঞাপন
করোনার সংক্রমণ শুরু হওয়ার পর জয় দিয়ে প্রত্যাবর্তন রাঙিয়েছিল বাংলাদেশ দল। তবে নিজেদের খেলা সবশেষ ৮ ম্যাচে জয়ের স্বাদ পাওয়া হয়নি। সুজন মনে করেন, স্বাভাবিকভাবেই মানসিক দিক দিয়ে পিছিয়ে পুরো দল। সেখান থেকে বের হতে গেলে লড়াইয়ের বিকল্প নেই বলে জানান তিনি।
সুজন বলেন, ‘আমি জানি না ওরা উজ্জীবিত নাকি। হয়তো বা নিউজিল্যান্ডে ফলটা ভালো না হওয়ায়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে জিততে পারিনি- একটু হয়তো ব্যাকফুটে আছে। তবে সবসময় মনে করি বাংলাদেশ খুবই একটা ক্যাপাবেল দল, অবশ্যই আমাদের অনেক খেলোয়াড় নেই, তবে তার মানে এই নয় যে তারা না থাকলে আমরা খারাপ দল। এখনো আমরা ভালো দল।’
বিজ্ঞাপন
সাবেক অধিনায়ক সুজন আরো যোগ করেন, ‘আমি চাই খেলোয়াড়রা সেই মনোভাব নিয়ে খেলুক মাঠে। তাদের সেরা ক্রিকেটটা খেলুক। রেজাল্ট বিন টেক কেয়ার। আমরা ভালো খেললে আমরা জিতব। ওরা ভালো খেললে ওরা জিতবে। এটা তো স্বাভাবিক। বাট আমার কথা হচ্ছে, ওই মনোভাব আমি মাঠে দেখতে চাই মাঠে, যে জেতার জন্য ব্যাকুলতা। একটা লড়াই- সেই লড়াইটা গুরুত্বপূর্ণ।’
টিআইএস/এমএইচ