৩০০ উইকেট ক্লাবে সাউদি
ছবি: সংগৃহীত
হারিস সোহেলকে ফিরিয়েই স্বভাবসুলভ উদযাপন টিম সাউদির। তবে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই মাত্রই ইতিহাসের তৃতীয় নিউজিল্যান্ড ক্রিকেটার হিসেবে ছুঁয়েছেন ৩০০ উইকেটের মাইলফলক! এর আগে যে কীর্তি ছুঁয়েছেন কেবল স্যার রিচার্ড হ্যাডলি আর ড্যানিয়েল ভেট্টোরি।
পুরো ক্যারিয়ারে যেমন করে দেখিয়েছেন, মাইলফলক ছোঁয়ার উইকেটটাও পেলেন সেই ঢংয়েই। আগের বলেই শর্ট বলে পেছনের পায়ে ঠেলে দিয়েছিলেন হারিসকে। পরেরটা করলেন ফুলার লেন্থে, অফ স্ট্যাম্পের অনেক বাইরে। কোনোরকম ফুটওয়ার্ক ছাড়া ব্যাট চালিয়ে তাতে শর্ট এক্সট্রা কভারে থাকা মিচেল স্যান্টনারের তালুবন্দি হলেন হারিস। সাউদি পেয়ে গেলেন ব্যক্তিগত ৩০০ উইকেটের দেখা।
বিজ্ঞাপন
এই মাইলফলক ছুঁতে সাউদিকে খেলতে হয়েছে ৭৬ টেস্ট, যাতে উইকেটপ্রতি রান খরচা গিয়েছে ২৮.৫৬ করে। এমন কীর্তিতে স্যার রিচার্ড হ্যাডলি (৪৩১ উইকেট) ও ড্যানিয়েল ভেট্টোরিদের (৩৬২) পর প্রথম ক্রিকেটার হিসেবে তিনি ছুঁয়ে ফেলেন এই কীর্তি। ইতিহাসের ২৪তম পেসার হিসেবে এ মাইলফলকের দেখা পান ব্ল্যাকক্যাপ পেসার।
ক্যারিয়ারের শুরুতে কিছুটা ম্লান হলেও সময়ের সাথে সাথে হচ্ছেন আরও পরিণত, আরও ঋদ্ধ; পাল্লা দিয়ে বেড়েছে বোলিংয়ের ধারও। তাই তো শেষ ১০০ উইকেট এসেছে মাত্র ২০ টেস্টে।
বিজ্ঞাপন
মাইলফলক থেকে দুই উইকেট দূরে ইনিংস শুরু করা সাউদি হারিসের আগে সাজঘরে ফিরিয়েছেন শান মাসুদকেও। তাতে ৩৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা পাকিস্তানের শুরুটা হয় তথৈবচ। দুই উইকেট হারায় রানের খাতা খোলার আগেই! এরপর হারিস সোহেল তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন ৩৭ রানে।
এনইউ