ছবি: সংগৃহীত

করোনা মহামারির মধ্যেই শুরু হয়েছে ক্রিকেট। তবে সর্বোচ্চ সাবধানতা মানতে হচ্ছে। কোভিড-১৯ এর পর প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এজন্য বাড়তি সতর্কতা নিতে হচ্ছে। জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল বাংলাদেশ পা রাখতেই পুরো দলকে করোনা পরীক্ষা করাতে চায় টাইগার বোর্ড।

গত মার্চের পর এখনো আন্তর্জাতিক ক্রিকেটে নামা হয়নি বাংলাদেশ দলের। করোনার কারণে এতোদিন বন্ধ ছিল খেলা। এরপর বিসিবি প্রেসিডেন্টস কাপের পর আয়োজন করে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এবার উইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হবে লাল-সবুজের প্রতিনিধিদের।

করোনার সর্বোচ্চ সতর্কতা মেনে বাংলাদেশে খেলতে আসবে জেসন হোল্ডাররা। এখানে এসে তাদের কোয়ারেন্টিন প্রক্রিয়া কেমন হবে সে বিষয়ে সোমবার ধারণা দেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চোধুরী সুজন, ‘আমাদের পরিকল্পনা যেটা আছে মোটামুটি ৭ দিনের একটা প্রস্তুতি আমাদের আছে। এর মধ্যে প্রথম ৩ দিন হয়ত তারা হোটেলের মধ্যেই থাকবে। পরবর্তী তাদের সবার টেস্ট রেজাল্ট যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে তারা অনুশীলন করতে পারবে।’

তবে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, উইন্ডিজ ক্রিকেট দল যেদিন ঢাকায় আসবে, সুযোগ হলে সেদিন থেকেই করোনা পরীক্ষা করা হবে তাদের। প্রস্তুতি ম্যাচের আগে ক্যারিবীয়দের হবে আরও একটি টেস্ট। দেবাশীষ জানান, ‘ওয়েস্ট ইন্ডিজ দল যেদিন ঢাকায় আসবে যদি সুযোগ থাকে তাহলে সেদিন থেকেই কোভিড ১৯ নমুনা সংগ্রহ শুরু করবো। তবে যদি রাতে আসে তাহলে কাজ শুরু করবো পরের দিন থেকে।’

‘এছাড়াও আমরা প্রস্তুতি ম্যাচের আগে তাদের আরো একটি টেস্ট করাবো। বাংলাদেশ দলের জন্যও একই ব্যবস্থা। আমরা এখন পর্যন্ত একটি পরিকল্পনা করে রেখেছি। তবে সময় ও পরিস্থিতি বুঝে সেখানে হয়তো আরো কিছু বিষয় সংযুক্ত হতে পারে।’ যোগ করেন দেবাশীষ চৌধুরী।

টিআইএস