ছবি: সংগৃহীত

আগের ম্যাচে আর্সেনালের কাছে চেলসি হেরেছিল ১-৩ ব্যবধানে, লেস্টার করেছিল ড্র। গত সোমবার রাতে সে বৃত্ত থেকে বেরিয়ে জয়ে ফেরার লক্ষ্যে মাঠে নেমেছিল দুই দল। তবে সে লক্ষ্যে সফল হয়নি চেলসি-লেস্টারের কেউ। যথাক্রমে অ্যাস্টন ভিলা ও ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ১-১ ড্রয়ে বাধ্য হয়েছে দুই দলই।

ক্রিস্টালের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ৫৮ মিনিটে উইলফ্রেড জাহার গোলে পিছিয়ে পড়ে কোচ ব্রেন্ডন রজার্সের লেস্টার। ৮৩ মিনিটে হার্ভে বার্নসের লক্ষ্যভেদে কোনোক্রমে ড্র করে ফক্সরা। এই ড্রয়ের পরও অবশ্য লেস্টার আছে তালিকার দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে এক ম্যাচ বেশি খেলে তিন পয়েন্টে পিছিয়ে আছে দলটি।

এদিকে নিজেদের মাঠে চেলসি শুরুতে এগিয়েই গিয়েছিলো। বেন চিলওয়েলের ক্রসে মাথা ছুঁইয়ে ৩৪ মিনিটে লক্ষ্যভেদ করেন অলিভিয়ের জিরু। তবে এরপরই যেন ছন্দপতন। ম্যাচে ফেরে সফরকারী অ্যাস্টন ভিলা। তবে বিরতির আগ পর্যন্ত আর কোনো গোলের দেখা পায়নি ম্যাচটি। 

সফরকারী অ্যাস্টন ভিলা ম্যাচে ফেরে ৫০ মিনিটে, ম্যাথিউ ক্যাশের ক্রসে নিচু শটে সমতা ফেরান আনওয়ার এল গাজি। এরপর টিমো ভের্নার, এনগোলো কান্তে, বেন চিলওয়েলের শট ঠেকিয়ে চেলসিকে জয়বঞ্চিত রাখেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

এরপরও অবশ্য শীর্ষ চার থেকে খুব বেশি দূরে নেই চেলসি। ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ অবস্থানে আছে কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল।

এনইউ