আগের বছর বিশ্বকাপ ও অ্যাশেজে দারুণ পারফরম্যান্সের কারণে উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ বনেছিলেন বেন স্টোকস। সে জায়গাটা এবারও তিনি ধরে রেখেছেন। টানা দ্বিতীয়বার উইজডেনের ‘লিডিং ক্রিকেটার ইন দা ওয়ার্ল্ড’ মনোনীত হয়েছেন এই অলরাউন্ডার। ইংল্যান্ড থেকে তিনিই প্রথমবারের মতো এই স্বীকৃতি পেলেন একাধিকবার।

আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের ১৫৮তম সংস্করণ। যাতে স্টোকসের শীর্ষ ক্রিকেটার হওয়াটা সময়ের ব্যাপার ছিল মাত্র। শেষ এক বছরে তিনি ৭ টেস্টে করেছেন ৬৪১ রান, বল হাতে উইকেট নিয়েছেন ১৯ উইকেট। ব্যাট ও বলে অসাধারণ এই পারফরম্যান্সই তাকে লিডিং ক্রিকেটার হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে রেখেছিল। 

স্টোকসের আগে বিরাট কোহলি টানা তিন বার বনে গিয়েছিলেন লিডিং ক্রিকেটার। দুজন ছাড়া একাধিকবার ‘লিডিং ক্রিকেটার’ হওয়ার কীর্তি আছে আর বীরেন্দর শেবাগ ও কুমার সাঙ্গাকারার। উইজডেন তাদের বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি ১৮৮৯ সাল থেকে দেওয়া শুরু করেছে। তবে ‘লিডিং ক্রিকেটার’ এর ধারণা ও পুরস্কার দেওয়া শুরু হয়েছে ২০০৪ সাল থেকে। প্রথমবার এ খেতাব পেয়েছিলেন রিকি পন্টিং।

নারীদের ‘লিডিং ক্রিকেটার’ হয়েছেন বেথ মুনি। গেলবার বিশ্বকাপ টি-টোয়েন্টির সেরা খেলোয়াড় হওয়া, ও নারী বিগব্যাশে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুবাদে এ খেতাব অর্জন করেন তিনি।

বর্ষসেরা পাঁচ ক্রিকেটার হলেন জেসন হোল্ডার, মোহাম্মদ রিজওয়ান, ড্যারেন স্টিভেন্স, ডম সিবলি ও জ্যাক ক্রাউলি। ইংলিশ গ্রীষ্মে পারফরম করা ক্রিকেটারদেরই সাধারণত এক স্বীকৃতি দেওয়া হয়, একাধিকবার দেওয়া হয় না কাউকেই।

‘লিডিং টি-টোয়েন্টি ক্রিকেটার’ খেতাব পেয়েছেন কাইরন পোলার্ড। গেল বছর সব ধরণের টি-টোয়েন্টিতে ৫৩.৫৮ গড়ে ৬৪৩ রান করা পোলার্ড ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও আইপিএল জিতেছেন। ফলে অবধারিতভাবেই শিরোপাটা তারই প্রাপ্য ছিল।

তবে বর্ষসেরা ছবিতে অনেক বাঘা বাঘা ফটোগ্রাফারকে পেছনে ফেলে পুরস্কার জিতেছেন অজি কিংবদন্তি স্টিভ ওয়াহ। ভারতে কাজে এসে চলার পথে রাজস্থানের মরুভূমিতে কিশোরদের ক্রিকেট খেলার ছবি তোলেন তিনি, তাতেই জিতে নিয়েছেন পুরস্কার।

ওয়ানডের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সব দশকের সেরা ক্রিকেটারও বাছাই করেছে উইজডেন। ৭০ এর দশকের সেরা হয়েছেন ভিভ রিচার্ডস, ৮০-তে কপিল দেব, এর পরের দশকের সেরা হয়েছেন শচীন টেন্ডুলকার, ২০০০ এর দশকের সেরা ক্রিকেটার হয়েছেন মুত্তিয়া মুরালিধরন আর ২০১০ এর দশকের সেরা হয়েছেন বিরাট কোহলি।

প্রচ্ছদে এসেছে মাস্ক পরা স্টুয়ার্ট ব্রডের ছবি, যা করোনাকালে পুরো বিশ্বের অবস্থাই নির্দেশ করছে।

এনইউ/এটি