ছেলের নাম জানালেন সাকিব
সাকিব ও শিশির
গত ১৬ মার্চ তৃতীয় সন্তানের বাবা হন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তার ও স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ঘরে দুই কন্যার পর আসে এক পুত্র সন্তান। এতদিন এই ছেলের নাম জানাননি তিনি। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুত্র সন্তানের নাম জানিয়েছেন সাকিব।
বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে ভারতে আছেন তিনি। তার দল কলকাতা নাইট রাইডার্সে পক্ষ থেকে পরিবারের সবাইকে দেওয়া হয়েছে জার্সি। সেখানেই নিজের পুত্র সন্তান ‘আইজাহ আল হাসান’ নাম জানিয়েছেন সাকিব।
বিজ্ঞাপন
ফেসবুকে সাকিব লিখেছেন, ‘এক মাস পূর্ণের শুভেচ্ছা আমার ছেলে আইজাহ আল হাসান! তুমি আমাদের ছোট পরিবারকে পূর্ণ করেছো। তুমি দুজন বোনের ভালোবাসার ভাই, যাদের কাছে তুমি চাঁদের মতো। আমরা তোমাকে পেয়ে ধন্য! আমার পূর্ণ পৃথিবী।’
২০১৬ সালে সাকিবের প্রথম কন্যা আলাইনা হাসান অব্রির জন্ম হয়। এরপর গত বছরের এপ্রিল মাসে দ্বিতীয়বারের মতো বাবা হন তিনি। দ্বিতীয় কন্যার নাম রাখেন ইরাম হাসান। দু’জনের জন্মই হয়েছে যুক্তরাষ্ট্রে।
বিজ্ঞাপন
Happy one month to our baby boy Eyzah Al Hasan! You complete our little family, you are a loving brother of two...
Posted by Shakib Al Hasan on Thursday, April 15, 2021