২০২০ সালের সেপ্টেম্বরে তিন বছরের জন্য পাকিস্তান টেলিভিশন ও ক্যাবল বিতরণ প্রতিষ্ঠান আই মিডিয়ার সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি সম্পূর্ণ হয়। ওই চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। ওই সময় বলা হয়েছিল এটি ২০০ মিলিয়ন ডলারের ‘রেকর্ড’ পরিমাণ অর্থের চুক্তি। 

কিন্তু ওই চুক্তিটি ভূয়া ছিল বলে দাবি করছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য ডন। কয়েক সপ্তাহ ধরে অনুসন্ধান চালিয়ে এই চুক্তিটিকে ‘আইওয়াশ’ বলছে তারা। যে অর্থের কথা তখন বলা হয়েছিল, তার দশ শতাংশও তিন বছরে পাওয়া যাবে না বলে জানিয়েছে ডন। 

চুক্তি অনুযায়ী, পাকিস্তানের সব ঘরোয়া ও আন্তর্জাতিক খেলার টিভি স্বত্ত্ব দেওয়া হয় পিটিভিকে। যার লভ্যাংশ ওই টিভি চ্যানেল ও পিসিবি ভাগ করে নেবে। ওই জায়গা থেকে পাওয়া অর্থ রাখা হবে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানে। একটি কেবল অপরাটেরের সঙ্গেও তখন চুক্তি করা হয়, যাদের মাধ্যমে পরোক্ষভাবে দর্শকদের থেকেও টাকা নেওয়া সম্ভব হয়।

তবে ডনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই চুক্তিটি ‘অযৌক্তিক’। এমনকি সমস্ত স্লট বিক্রি করে আগামী ১০ থেকে ১৫ বছরেও ২০০ মিলিয়নের মতো বিপুল পরিমাণ অর্থ আদায় করা সম্ভব হবে না। মাত্র তিন বছরেই এই পরিমাণ অর্থ আদায় একেবারেই অসম্ভব।

এই ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিটিভি ও আই মিডিয়া কর্তৃপক্ষের কাছে বেশ কিছু প্রশ্ন রেখেছিল ডন। কেউই এই ব্যাপারে কোনো জবাব দেয়নি বলে জানিয়েছে পত্রিকাটি।

এমএইচ/এটি