বিপিএল ফাইনাল পরিচালনার দায়িত্বে যারা
ফিল্ড আম্পায়ার হিসেবে সৈকত (বাঁয়ে), টিভি আম্পায়ারের দায়িত্বে মুকুল
দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচের দায়িত্ব পেয়েছেন এবার দেশীয় আম্পায়াররা। বিপিএল ফাইনালের মহারণে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মহাগুরুত্বপূর্ণ এই শিরোপা নির্ধারণী ম্যাচের বেশিরভাগ দায়িত্বে থাকছেন দেশি আম্পায়াররা। বরিশাল-কুমিল্লার হাড্ডাহাড্ডি লড়াই পরিচালনা করবেন দেশের আলোচিত আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
ফিল্ড আম্পায়ার হিসেবে সৈকতকে সঙ্গ দেবেন ব্রিটিশ আম্পায়ার ডেভিড মিলন্স। ফাইনালের সব চাপ সামাল দেওয়ার দায়িত্ব থাকবে তাদের ওপর। এছাড়া টিভি আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল। আইসিসির এলিট প্যানেলে জায়গা না পেলেও এখন পর্যন্ত নিজেদের সাফল্যে বিশ্বক্রিকেটে সুনাম অর্জন করেছেন দুজনেই।
বিজ্ঞাপন
রিজার্ভ আম্পায়ার হিসেবে আছেন আরেক দেশীয় আম্পায়ার তানভির আহমেদ। আর ম্যাচ রেফারি হিসেবে থাকছেন রকিবুল হাসান।
এদিকে, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দশম আসরের মেগা ফাইনালে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ফলে আগে ব্যাট করবে কুমিল্লা। ফাইনালে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বরিশাল। দ্বিতীয় কোয়ালিফায়ারে তামিমরা যে দল নিয়ে খেলেছিলেন, তাদের ওপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। ফাইনালে এসে উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি ফরচুনরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
অন্যদিকে, গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে ফাইনালে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মুশফিক হাসানের জায়গায় একাদশে ফিরেছেন পেসার মুস্তাফিজুর রহমান। ফাইনালে ফিজকে পাওয়াটা কুমিল্লার জন্য নিশ্চয়ই মানসিক স্বস্তির।
জেএ/এএইচএস