ক্যাচ মিসকে খেলার অংশ হিসেবে দেখছেন তাইজুল
বাংলাদেশ দলের ফিল্ডিং নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। নিউজিল্যান্ড সফর শেষে এবার শ্রীলঙ্কায় গেছে টাইগাররা। সেখানেও গ্রাউন্ডস ফিল্ডিংয়ের সঙ্গে একাধিক ক্যাচ মাটিতে পড়েছে। তবে এসবকে আমলে নিচ্ছেন না বাংলাদেশ দলের স্পিনার তাইজুল ইসলাম। দ্বিতীয় দ্বিনের খেলা শেষে তিনি জানান, ক্যাচ মিস খেলারই অংশ।
শুক্রবার দিনের খেলা শেষে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এসে এক প্রশ্নের জবাবে তাইজুল বলেন, ‘ক্যাচ মিস খেলার একটি অংশ। কিন্তু ওই সময়ে ক্যাচ মিসটা হয়তো আমাদের টিমকে একটু ব্যাকফুটে ঠেলে দিয়েছে। ওই ক্যাচটা ধরতে পারলে আরও অনেক ভালো পজিশনে থাকতাম।’
বিজ্ঞাপন
দীর্ঘদিন পর শ্রীলঙ্কা সিরিজ দিয়ে টেস্ট একাদশে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। সিরিজ জুড়েই দুর্দান্ত বোলিং করছেন তিনি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেই তাসকিনের বলে তিনবার ক্যাচ ফেলেছেন বাংলাদেশি ফিল্ডাররা। স্লিপে দাঁড়িয়ে শান্ত একাই ফেলেছেন দুটি ক্যাচ। তাইজুল নিজেও একটি ক্যাচ ছেড়েছেন। আবু জায়েদ রাহির বলে পয়েন্ট অঞ্চলে দাঁড়িয়ে নিশাঙ্কার ক্যাচ তালুবন্দি করতে পারেননি তিনি।
তাইজুল যেখানে দাঁড়িয়ে ক্যাচ ছেড়েছেন, সচরাচর সেখানে দলের সেরা ফিল্ডার ফিল্ডিং করেন। সে জায়গায় দাঁড়িয়ে ফিল্ডিং করাতেই কি হাত গলিয়ে বেরিয়ে গেল বল?
বিজ্ঞাপন
তাইজুল জানান, ‘বেশিরভাগ সময় টেস্ট ম্যাচে আমি পয়েন্টেই ফিল্ডিং করে থাকি। পয়েন্টে অথবা শর্ট গালি, সিচুয়েশনের ওপর ডিপেন্ড করে। তবে এমন কিছু না যে পয়েন্টে আমি ফিল্ডিং করি না।’
টিআইএস