দূর থেকে খালি চোখে দেখে অনুমান করা যায় মোহাম্মদ সাইফউদ্দিনের বলের গতি আগের থেকে কিছুটা বেড়েছে। আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য দলের সঙ্গে নিজেও প্রস্তুত হচ্ছেন এই অলরাউন্ডার। রোজা রেখেও অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন ঘণ্টার পর ঘণ্টা। তপ্ত রোদে কাজটা খুব একটা সহজ নয়। তবে দলকে জয়ে ফেরাতে অনুশীলনের সঙ্গে আপোস করতে রাজি নন সাইফউদ্দিন। 

ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াডে আছেন সাইফউদ্দিন। আজ (শুক্রবার) অনুশীলন শেষে পাঠনো ভিডিও বার্তায় বলেন, ‘রোজা রেখে অনেক কঠোর পরিশ্রম করছি, যেহেতু আমাদের সামনে খেলা আছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী, যেহেতু আমরা কিছুদিন আগেই টেস্ট সিরিজে ওদের মাটিতে হেরে এসেছি, এটা আমাদের জন্য বাড়তি একটা চ্যালেঞ্জ।’

সঙ্গে যোগ করেন সাইফউদ্দিন, ‘নিউজিল্যান্ড সিরিজে প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে পারিনি আমরা। ধবলধোলাই হয়েছি। এটা আমাদের জন্য সত্যিই হতাশাজনক। ঘরের মাঠে যেহেতু শ্রীলঙ্কার সঙ্গে খেলা, অবশ্যই চেষ্টা করব এখান থেকে সিরিজ জয়ের জন্য।’

লঙ্কানদের বিপক্ষে ৩ ম্যাচের এই ওয়ানডে সিরিজ আইসিসির ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত। সুপার লিগে ৬ ম্যাচে ৩ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ অবস্থানে আছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই সিরিজ থেকে আরও পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে চান সাইফউদ্দিন।

সাইফউদ্দিন বলেন, ‘যেহেতু আইসিসি সুপার লিগে পয়েন্টের একটা ব্যাপার আছে, চেষ্টা করব পয়েন্টগুলো অর্জনের জন্য। আমাদের জন্য খুব প্রয়োজন এই সিরিজটি ভালো খেলা এবং আইসিসি সুপার লিগের পয়েন্টের ব্যাপার যেহেতু আছে, যেহেতু দেশের মাটিতে খেলা, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অবশ্যই আমরা শতভাগ আমাদের সবাই চেষ্টা করব দল হিসেবে খেলে যেন সিরিজ জিততে পারি এবং যত পয়েন্ট অর্জন করতে পারি, পরবর্তীতে যেন আমাদের সুবিধা হয় বিশ্বকাপ খেলতে।’

টিআইএস