ছবি: সংগৃহীত

হ্যারি কেইনের গোল, তাতে হিউং মিন সনের যোগান; কিংবা সনের গোলে কেইনের যোগান। চলতি মৌসুমে টটেনহ্যাম হটস্পার ম্যাচেও ব্যত্যয় ঘটলো না তাতে। এ জুটির নৈপুণ্যে লিডস ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে তালিকার তৃতীয় স্থানে ফিরেছে কোচ জোসে মরিনিয়োর টটেনহ্যাম। আর্সেনালের বছরের শুরুটাও হয়েছে বেশ দারুণ। ওয়েস্ট ব্রমকে হারিয়েছে ৪-০ গোলে।

টটেনহ্যামের প্রথম গোলটা এসেছে অবশ্য পেনাল্টি থেকে, হ্যারি কেইনের কল্যাণে। ২৯ মিনিটে গোলটির পর মরিনিয়োর শিষ্যরা ব্যবধান বাড়িয়েছে বিরতির একটু আগে। কেইনের বাড়ানো ক্রস থেকে গোলের খাতায় নাম লেখান সন। ৫০ মিনিটে দলের শেষ গোলেও নাম ছিলো সনের। তার কর্নার থেকেই গোল করে দলের জয়টা নিশ্চিত করেন টোবি অল্ডারওয়েইরেল্ড।

বছরের শুরুতে দারুণ এই জয়ের ফলে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে স্পার্সরা। ১৬ ম্যাচ শেষে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চার পয়েন্ট পিছিয়ে দলটির সংগ্রহ ২৯ পয়েন্ট।  

এদিকে আর্সেনালের নতুন বছরের শুরুটাও হয়েছে দারুণ। ওয়েস্ট ব্রমের মাঠে শনিবার ৪-০ গোলে জিতেছে আর্সেনাল।

লিগে টানা সাত ম্যাচের জয়খরাটা গেল বছরের শেষ দুই ম্যাচেই শেষ করেছিল দলটি। ওয়েস্ট হ্যামের বিপক্ষে জয়ে চলতি প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো টানা তিন জয়ের স্বাদ পেল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। 

ম্যাচের শুরু থেকে ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে ছিলো গানারদের দাপট। প্রথম ১০ মিনিটে হেক্টর বেলেরিন ও বুকায়ো সাকার দুটি শট আটকে স্বাগতিকদের বিপদমুক্ত রাখেন গোলরক্ষক স্যাম জনস্টোন।

আর্সেনালের গোলের অপেক্ষা শেষ হয় ২৩ মিনিটে। ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলটি করেন কিয়েরান টিয়ারনি। সাকা ব্যবধান দ্বিগুণ করেন একটু পর। এমিল স্মিথের পাস থেকে গোলটি পান তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য স্বাগতিকরা বল জালে পাঠায় একবার, তবে অফসাইডের কারণে গোলবঞ্চিত থাকে ওয়েস্ট ব্রম। তবে স্বাগতিকদের ম্যাচে ফেরার আশা শেষ হয় এর কিছু পরই। ৬০তম মিনিটে ওয়েস্ট ব্রম রক্ষণের ভুলে গোল পান অ্যালেক্সান্ডার লাকাজেত। এর মিনিট চারেক পর টিয়ারনির ক্রসে সহজাত ভলিতে ব্যক্তিগত জোড়া গোলের দেখা পান ফরাসি এই ফরোয়ার্ড। এরপর আক্রমণ আরও করেছে কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। তবে জনস্টোন-বাধা আর কাটাতে পারেনি দলটি। ৪-০ ব্যবধানের এই জয়ের ফলে ১৭ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে উঠে এসেছে আর্সেনাল। 

এনইউ