বছরের শুরুতেই লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ
ছবি: সংগৃহীত
রিয়াল মাদ্রিদ বছরের শুরুতেই সেল্টা ভিগোর বিপক্ষে ২-০ গোলের দারুণ এক জয় পেয়েছে। ফরোয়ার্ড মার্কো অ্যাসেন্সিওর দারুণ পারফর্ম্যান্সে পাওয়া এই জয় তাদের তুলে দিয়েছে লা লিগার শীর্ষেও।
সেল্টা ম্যাচের ২৪ ঘণ্টা আগে অধিনায়ক সার্জিও রামোস ছিটকে যান পেটের পীড়ায়। তবে তাকে ছাড়াও মৌসুমের সপ্তম ক্লিনশিটটা দারুণভাবেই রেখেছে রিয়াল মাদ্রিদ রক্ষণ।
বিজ্ঞাপন
শেষ চার ম্যাচের তিনটিতেই জয় পাওয়া সেল্টার বিপক্ষে রিয়াল এগিয়ে যেতে সময় নেয় মাত্র ৬ মিনিট। অ্যাসেনসিওর ক্রসে লুকাস ভাসকেজের করা গোলটির পর অবশ্য বেশ ব্যস্ত সময় কাটাতে হয়েছে রিয়ালকে। গোলটার কিছু সময় পরই প্রতি আক্রমণে ইয়াগো আসপাস গোল প্রায় করেই বসেছিলেন। গোলরক্ষক থিবো কোর্তোয়াকে ফাঁকি দিলেও নাচো ফের্নান্দেজকে ফাঁকি দিতে পারেননি আসপাস, গোলরেখা থেকে বল ঠেকিয়ে দিয়ে রিয়ালকে বিপদমুক্ত রাখেন নাচো।
২৮ মিনিটে রেনাতো তাপিয়ার শট ফেরলান্দ মন্ডি আটকে দেন, তাতে সেল্টা তোলে পেনাল্টির আবেদন। তবে ভিএআর পরীক্ষায় দেখায় মন্ডির হাত ছিলো শরীরের একেবারে সঙ্গেই, যা আইনবিরূদ্ধ নয় একটুও। ফলে পেনাল্টিবঞ্চিত থাকে সফরকারী সেল্টা।
বিজ্ঞাপন
৫৩ মিনিটে আরও এক গোল ম্যাচের সব অনিশ্চয়তা দূর করে দেয়। গোলের কুশীলব প্রথম গোলের দুই নায়ক। এবার ভূমিকাটা বদলে গেল খানিকটা, ভাসকেজের ক্রসে গোল পান অ্যাসেনসিও। রিয়াল পায় ২-০ গোলের দারুণ এক জয়।
অধিনায়ক সার্জিও রামোসকে ছাড়াও এমন ফলাফল, তাও শেষ চার ম্যাচে তিন জয় পাওয়া দলের বিপক্ষে! কোচ জিদান দারুণ উচ্ছ্বসিত তাই। ম্যাচ শেষে তার প্রতিক্রিয়া, ‘এ মৌসুমে যাদের বিপক্ষে খেলেছি, তার মধ্যে তারাই সবচেয়ে বেশি ফর্মে ছিল। আমাদের সমস্যা ছিল, কিন্তু আমরা ম্যাচের নিয়ন্ত্রণে ছিলাম। দারুণভাবে প্রেস করেছি, তাদের মূল খেলোয়াড়দের খেলতে দেইনি। জেতার লক্ষ্য নিয়ে নামলে আমরা সবসময় ভালো খেলি কিন্তু নিজেদের অর্ধে কখনো সখনো আমাদের সমস্যা হয়। আমাদের স্টাইলটাই হচ্ছে জয়ের জন্যে খেলা, স্ট্রাইকারদের দিয়ে প্রেসের শুরুটাও বেশ গুরুত্বপূর্ণ।’
এই জয়ের পর ম্যাচের অন্যতম নায়ক লুকাস ভাসকেজের প্রতিক্রিয়া, ‘আমরা ম্যাচের আগেই বলেছি যে এলচের বিপক্ষে হোচটের পরে আমরা নিজেদের সহজাত আগ্রাসী মনোভাবটা দেখাতে চেয়েছি। বলগুলোকে মাঠের উপরের দিক থেকেই কেড়ে নিতে চেয়েছি।’
রিয়াল অ্যাটলেটিকোর চেয়ে এগিয়ে গেলেও তার স্থায়িত্ব অবশ্য থাকছে মোটে ১২ ঘণ্টা। নিজেদের ম্যাচে জিতলেই রিয়ালকে টপকে আবারও শীর্ষে ফিরবে অ্যাটলেটিকো। ভাসকেজ তাই জানালেন, প্রতিটা ম্যাচকেই এখন সমান গুরুত্ব দিয়ে খেলতে হবে দলকে। বললেন, ‘এখন প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা ভালো ছন্দে আছি। সেদিন আমরা ড্রটা মোটেও আশা করিনি কিন্তু দল বেশ ভালোই ছিলো, যদি এটা ধরে রাখতে পারি তাহলে আমরা সবকিছুর জন্যে লড়তে পারবো।’
রিয়াল আবার মাঠে নামবে আগামী ৯ জানুয়ারি। ওসাসুনার বিপক্ষে ম্যাচটি তারা খেলবে প্রতিপক্ষের মাঠে।
এনইউ