বিতর্ক যেন পিছু ছাড়ছে না ভারতীয় ক্রিকেট দলের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে বাজে ভাবে হারের পর সিরিজের দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে সফরকারী ভারত। তবে নতুন বছরের শুরুতে  নিয়ম ভঙ্গের অভিযোগ ওঠে দলটির পাঁচ সদস্যের বিপক্ষে। সে জন্য অবশ্য শাস্তিও পেতে হচ্ছে রোহিত শর্মাদের। একই ঘটনায় এবার সমর্থকদের তোপের মুখে সেই পাঁচ ক্রিকেটার। অভিযোগ উঠেছে রেস্তোরাঁয় গোমাংস খাওয়ার।

করোনার মধ্যে বেশ জটিল সমীকরণ মেনে মাঠে নামতে হচ্ছে ক্রিকেটারদের। প্রতিটি সিরিজ বা টুর্নামেন্টের আগে সে দেশের নিয়ম অনুযায়ী কোয়ারেন্টিন প্রক্রিয়া মানতে হচ্ছে। অস্ট্রেলিয়ায় এই প্রক্রিয়া আরো বেশি জটিল। সেখানে খেলতে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। এরপর মাঠের লড়াইয়ে নামার সুযোগ পেয়েছেন তারা।

তবে নতুন বছরকে স্বাগত জানাতে নিজেদের হোটেল ছেড়ে বের হয়েছিলেন ভারতের ৫ জন ক্রিকেটার। বর্ষবরণের রাতে উদযাপন করতে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন রোহিত শর্মা, নভদীপ সাইনি, ঋষভ পান্থ সহ ৫ জন তারকা খেলোয়াড়। সেই ঘটনা নজরে আসে একজন ভারতীয় সমর্থকের। পরবর্তীতে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এক ভক্ত। সেই সমর্থকের দাবি, তিনি ক্রিকেটারদের বিল মিটিয়েছেন। এমনকি পান্থ তাকে আলিঙ্গনও করেছেন বলে দাবিও জানিয়েছেন।

শুধু বিল মেটানো নয়, ভারতীয় ক্রিকেটারদের রেস্তোরাঁর বিলও তিনি সামাজিক মাধ্যমে ফাঁস করেছেন। সেখানে দেখা যায়, পর্ক, প্রনের সঙ্গে ফ্রায়েড বিফও (গোমাংস) খেয়েছেন ক্রিকেটাররা। এতেই ক্ষোভ বাড়ে সমর্থকদের। 

হিন্দু ধর্মীয় রীতিতে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ। তাই ধর্মীয়ও অনুভূতিতে আঘাতে অভিযোগও উঠেছে সেই পাঁচ ক্রিকেটারের বিপক্ষে। 

প্রসঙ্গত, এর আগে অবশ্য বড় শাস্তি পেয়েছেন রোহিত শর্মাদের। অস্ট্রেলিয়ার জৈব সুরক্ষা বলয়ের নিয়ম অনুযায়ী, বাইরে ক্রিকেটাররা খেতে পারেন। তবে রেস্তোরাঁর বাইরে খেতে হবে। খাবার সময়টুকু বাদ দিয়ে মুখে মাস্ক থাকতে হবে। ক্রিকেট সমর্থকের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ক্রিকেটাররা রেস্তোরাঁর ভেতরেই বসেছিলেন। এমনকি মাস্কও পরে ছিলেন না।

সেই ঘটনা নজরে আসে ক্রিকেট অস্ট্রেলিয়ার। এরপরই তদন্ত শুরু করেছে তারা। পাশপাশি অভিযুক্ত ৫ ক্রিকেটারকে আইসোলেশনে পাঠানো হয়েছে। ৭ জানুয়ারি তৃতীয় টেস্টের আগ পর্যন্ত দলের বাকি সদস্যদের থেকে বিচ্ছিন্ন থাকবেন তারা। এমনকি তারা মেলবোর্ন থেকে সিডনিতেও যাবেন আলাদাভাবে। সেখানে গিয়ে অনুশীলনও আলাদাভাবে করতে হবে অভিযুক্ত ৫ জনকে।

টিআইএস/এটি