ফাইল ছবি

হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সৌরভ গাঙ্গুলি। ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তির হার্টে দেখা গেছে তিনটি ব্লক। ইতোমধ্যেই একটি ব্লকে সেন্ট বসানো হয়েছে। বাকি দুইটিতেও শীঘ্রই বসানো হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

এক মাসের মধ্যেই বিসিসিআই সভাপতি সুস্থ হয়ে যাবেন বলেও জানিয়েছে তারা। রাতে ভালো ঘুমও হয়েছে সৌরভের। অক্সিজেন সাপোর্ট খুলে ফেলা হলেও শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে না তার। 

আগামী দুই দিন চিকিৎসকদের পর্যবেক্ষণেই রাখা হবে তাকে। কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, হার্টের বাকি দুইটি ব্লকে সেন্ট বসানোর পরামর্শ নেয়া হতে পারে নামী চিকিৎসক দেবী শেঠির কাছ থেকে।

কলকাতার উডল্যান্ডস হাসপাতালের সিইও রুপালি বসু সৌরভের শারীরিক অবস্থা জানিয়ে বলেন, ‘সকালেই সৌরভের সঙ্গে দেখা হয়েছে আমার। তখন কেবল ব্রেকফাস্ট খাওয়া শেষ করেছে। তার সঙ্গে স্নেহাশিস, স্ত্রী ডোনাও ছিল। উনি ওদের সঙ্গেই সময় কাটাচ্ছিলেন। উনি একদম সুস্থ, স্বাভাবিক রয়েছেন। হয়তো যেভাবে আমরা দেখি, সেভাবে কিছুটা ক্লান্ত মনে হয়েছে। এই মুহূর্তে তার কোনো ঝুঁকি নেই।’

দুই তিন সপ্তাহের বিশ্রামের পরই সৌরভ পুরোদমে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে জানিয়েছেন কার্ডিওলজিস্ট সপ্তর্ষি বসু। তিনি বলেন, ‘৩-৪ সপ্তাহ বিশ্রাম নিলেই আগের মত স্বাভাবিক সক্রিয় জীবনে ফিরতে পারবেন কলকাতার মহারাজ।’

শনিবার সকালে নিজের বাড়িতে ব্যায়াম করার সময় বুকে এবং পিঠে ব্যথা অনুভব করেন সৌরভ। এরপর দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসকরা জানান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন তিনি। ডাক্তারি পরীক্ষায় দেখা যায়, হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ‘ব্লকেজ’ রয়েছে সৌরভের।

এমএইচ/এটি