ভারতীয় ক্রিকেট দল/ফাইল ছবি

করোনা শঙ্কা আছে। তবু ‘নতুন স্বাভাবিকতা’ মেনে অস্ট্রেলিয়ায় নাগরিকেরা উপভোগ করছেন অবাধ স্বাধীনতা। তাহলে ভারতীয় ক্রিকেটারদের কেন হোটেলবন্দি হয়ে থাকতে হবে? ব্রিসবেন টেস্টকে সামনে রেখে তাই স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তে প্রশ্ন তুলেছে ভারতীয় দল। জানাচ্ছে, ‘চিড়িয়াখানার প্রাণী’ হয়ে থাকতে চায় না দল।

বৃহস্পতিবার থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নামবে ভারত। তবে ম্যাচটির আগে ক্রিকেটের বাইরের বিষয়াদি নিয়ে তোলপাড় চলছে বেশ। জটিলতার মধ্যমণি আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ব্রিসবেন টেস্ট। কুইন্সল্যান্ড রাজ্যে এখনো বাইরে থেকে যাওয়া নাগরিক কিংবা অতিথিদের ব্যাপারে বেশ কড়াকড়ি নিয়ম আছে। যেখানে গেলে ভারতীয় দলকে কঠোর কোয়ারেন্টিনেও পড়তে হতে পারে। 

দুই বোর্ড এখনো নিজেদের মধ্যে আনুষ্ঠানিক বার্তা চালাচালি করেনি। তবে দুই বোর্ডের মধ্যে টানাপোড়েনের খবরে মুখর সংবাদ মাধ্যম। দিন দুয়েক আগে ভারতীয় দলের নির্ভরযোগ্য সূত্র ধরে ক্রিকবাজ জানিয়েছিল, কঠোর কোয়ারেন্টাইনের কারণে ব্রিসবেনে চতুর্থ টেস্ট খেলতে চায় না দলটি।

আরেক সূত্র ধরে তারাই এবার জানাচ্ছে, নিজেদের প্রতি ‘চিড়িয়াখানার প্রাণীর’ মতো আচরণ চাননা ভারতীয় ক্রিকেটাররা। সূত্রটি বলছে, ‘সেখানে মাঠে এসে দর্শকরা খেলা দেখতে পারছেন, স্বাধীনতা পাচ্ছেন অবাধ। আর আমরা যারা পারফর্ম করবো, তাদেরকেই কিনা হোটেলে কঠোর কোয়ারেন্টিন পালন করতে! এ আচরণ স্ববিরোধী। বিশেষ করে করোনাভাইরাস পরীক্ষায় যখন নেগেটিভ, তখনো কেন এ আচরণ? আমাদের চিড়িয়াখানার প্রাণীদের মতো করে দেখা হোক, এটা চাই না আমরা।’

সেখানে আরও যোগ করে সূত্রটি জানায়, ‘শুরুতে আমাদের যেমন বলা হচ্ছিল, তেমনই তো হওয়া উচিত, তাই না? প্রত্যেক অস্ট্রেলিয়ান নাগরিক যেমন নিয়মে থাকেন, আমাদের উপরও এমনই থাকা উচিত। মাঠে যদি দর্শকদের অনুমতি না থাকতো, তখন না হয় কোয়ারেন্টিন মেনে চলতাম আমরা।’

ক্রিকবাজ জানাচ্ছে, অস্ট্রেলিয়ান মেডিক্যাল দল থেকে সর্বশেষ ভারতীয় দলকে জানানো হয়েছিল, নিজেদের ফ্লোরের বাইরে নয়। তবে এর বাইরে চলাচলের সুবিধা পাবেন না রোহিত শর্মারা। ভারত বেঁকে বসেছে এরপরই। অজি সংবাদ মাধ্যম অবশ্য জানাচ্ছে, শুধু নিজেদের ফ্লোরে নয়, বরং দলীয় হোটেল পর্যন্ত আবদ্ধ থাকতে হবে ভারতীয় দলকে।

এনইউ/এটি