জিম্বাবুয়ে ক্রিকেট নির্বাসনে!
ছবি: সংগৃহীত
নতুন করে করোনার সংক্রমণ ঘটেছে জিম্বাবুয়েতে। যার ফলে দেশজুড়ে কঠোর লকডাউন জারি করেছে দেশটির সরকার। আর সবকিছুর মতো দেশটির ক্রিকেটও তাই আবারও চলে গেছে নির্বাসনে। ব্যাপারটি এক বিবৃতিতে নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।
এক সপ্তাহের ব্যবধানে জিম্বাবুয়েতে নতুন করে করোনার সংক্রমণ ঘটেছে ১৩৪২ জন নাগরিকের দেহে, মৃত্যুর ঘটনা ঘটেছে ২৯টি। নিরুপায় হয়ে জিম্বাবুয়ে সরকার আবারও দেশজুড়ে কঠোর লকডাউন জারি করতে বাধ্য হয়েছে। চলতি মাসেই দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার কথা ছিলো, সরকারের সিদ্ধান্তের ফলে স্থগিত হয়ে গেছে সেটিও।
বিজ্ঞাপন
এ সিদ্ধান্তের বড় প্রভাব পড়বে জিম্বাবুয়ে ক্রিকেটেও। আজ ৪ জানুয়ারি থেকে দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল, সেটা খেলোয়াড়দের বাধ্যতামূলক কোয়ারেন্টিন মেনেই। সরকারী সিদ্ধান্তের ফলে স্থগিত হয়ে যাচ্ছে টুর্নামেন্টটি। আনুষ্ঠানিক বিবৃতিতে জেডসি ব্যাপারটি নিশ্চিত করে জানিয়েছে, বর্তমান অবস্থায় এ সিদ্ধান্তকেই নিরাপদ মনে করেছেন তারা।
চলতি মাসেই আফগানিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টি ও দুটো টেস্টের সিরিজ খেলার কথা দলটির। শুরুতে সিরিজটি ভারতে হওয়ার কথা থাকলেও পরবর্তীতে দুই দেশের সম্মতিতে সিরিজটি আরব আমিরাত কিংবা জিম্বাবুয়েতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয়া হয়। চলতি বছরের বিভিন্ন সময়ে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানকে আতিথ্য দেয়া কথা আছে জিম্বাবুয়ের।
বিজ্ঞাপন
এনইউ