ছবি : সংগৃহীত

নাটক, রহস্য, থ্রিলার! -শব্দগুলো সিনেমা বা হালের ওয়েবসিরিজ প্রেমীদের কাছে বেশ পরিচিত। করোনার পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল। সেখানেও তেমন একটা রহস্যের গন্ধ ছড়াচ্ছিল! মাশরাফি বিন মুর্তজা থাকবেন তো দলে?

ঘরের মাঠে সেই সিরিজের জন্য সোমবার ২৪ সদস্যের প্রাথমিক ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার পথ ধরেই জানা গেল, এই স্কোয়াডে নাম নেই মাশরাফির।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দারুণ খেলে ফের আলোচনায় এসেছিলেন মাশরাফি। দলে থাকার দাবিটাও জোরালো হচ্ছিল। কিন্তু তাকে না রেখেই সোমবার দল ঘোষণা করলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

প্রাথমিক দলকে দুই গ্রুপে ভাগ করে আগামী ১৪ ও ১৬ জানুয়ারি মিরপুরে দুটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স দেখেই চূড়ান্ত দল বাছাই করবেন নির্বাচকরা। ১৬ জানুয়ারি ম্যাচের পর ১৭ সদস্যের চূড়ান্ত দল ঘোষণার কথা রয়েছে।

তার আগে ৫ ও ৬ জানুয়ারি ক্রিকেটাররা দেবেন ফিটনেস টেস্ট। তারপরই করোনা পরীক্ষা। ৮ জানুয়ারি থেকে জৈব সুরক্ষা বলয়ে চলে যাবেন ক্রিকেটাররা। ১০ জানুয়ারি থেকে শুরু অনুশীলন। 

সেদিনই সফরকারীরা ঢাকায় পা রাখবেন। কোয়ারেন্টাইন শেষে ২০ জানুয়ারি ওয়ানডে দিয়ে শুরু হবে শুরু লড়াই। শেষ দুটি ওয়ানডে ২২ ও ২৫ জানুয়ারি। চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু ৩ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি শেষ টেস্ট মিরপুরে।

২০ জানুয়ারি ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু উইন্ডিজের বিপক্ষে সিরিজ।

২৪ সদস্যের প্রাথমিক ওয়ানডে দল : তামিম ইকবাল,সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মেহেদি হাসান, রুবেল হোসেন।

২০ সদস্যের টেস্টের প্রাথমিক দল: মুমিনুল হক সৌরভ, তাসকিন আহমেদ, তামিম ইকবাল, খালেদ আহমেদ, সাকিব আল হাসান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী ও এবাদত হোসেন চৌধুরী।

টিআইএস/ এমএইচ/ এটি