শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে অর্ধশতক তুলে নিয়েছেন তামিম ইকবাল। তামিমের বিদায়ের পর দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। একই পথে হেঁটে ওয়ানডে ক্যারিয়ারের ৪০তম ফিফটি তুলে নেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তার ব্যাটেই লড়াকু স্কোরের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে দল।

সাকিব আল হাসান ১৫ রান করে আউট হলে উইকেটে আসেন মুশফিক। শুরু থেকেই লঙ্কান বোলারদের শাসন করতে থাকেন। ইনিংসের ৩২তম ওভারে ধনঞ্জয়া ডি সিলভাকে বাউন্ডারি হাঁকিয়ে ৫২ বলে ব্যক্তিগত পঞ্চাশ রানের কোটা পূর্ণ করেন তিনি। ৫২ বলে ফিফটি করতে ২টি চার ও একটি ছক্কা হাকান মুশফিক।

আজকের আগে মুশফিক ওয়ানডে ফিফটির দেখা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত জনুয়ারি মাসে। এরপর নিউজিল্যান্ড সফরে গিয়ে সুবিধা করতে পারেনি তিনি। ৩ ম্যাচে ৭৮ রান করলেও পঞ্চাশ ছুঁতে পারেননি কোন ম্যাচেই। আজ শুরু থেকেই সবলীল তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে যেমন আত্মবিশ্বাসী ব্যাটিং করছেন তাতেওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির দেখা পেয়ে যেতে পারেন।

টিআইএস/এটি