চোট এবার ছিটকে দিয়েছে ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুলকে/ছবি: সংগৃহীত

বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টে আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। তার আগেই লোকেশ রাহুলের ছিটকে যাওয়ার দুঃসংবাদ পেয়েছে দলটি। অনুশীলনে পাওয়া কবজির চোটে সিরিজের বাকি দুই ম্যাচেই আর খেলতে পারবেন না তিনি। মোহাম্মদ শামি ও উমেশ যাদবের পর চোটের তালিকাটা আরও লম্বা হলো ভারতের।

এক বিবৃতিতে বিসিসিআই বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে, ‘নেট সেশনে ব্যাট করার সময় বাঁ হাতের কবজিতে চোট পেয়েছেন তিনি, যা থেকে পুরোপুরি সেরে উঠতে ও পূর্ণ শক্তি ফিরে পেতে আরও তিন চার সপ্তাহের মতো সময় প্রয়োজন তার।’

চলতি সিরিজে ভারতের চোটের তালিকাটা বেশ বড়। ইতোমধ্যেই দুই প্রধান টেস্ট বোলার মোহাম্মদ শামি ও উমেশ যাদবকে হারিয়েছে ভারত। দুজনেই বর্তমানে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। রাহুলের চোটে সে তালিকায় যোগ হলো আরও এক নাম।

প্রথম টেস্টে ডান হাতে বাউন্সারের আঘাত পেয়ে ছিটকে যান শামি, পরের টেস্টে পায়ের পেশিতে চোট শেষ করে দেয় উমেশের অস্ট্রেলিয়া সফর।

ব্যাটিং গ্রুপের মধ্যে রাহুলই প্রথম চোটের শিকার হলেন। এর আগে অবশ্য বিরাট কোহলিকে হারিয়েছে ভারত, তবে সেটা চোটজনিত সমস্যায় নয়। সন্তান-সম্ভবা স্ত্রী আনুশকা শর্মাকে সময় দিতে সিরিজের প্রথম টেস্ট শেষে ভারতে ফিরে এসেছিলেন অধিনায়ক কোহলি।

রাহুলের চোটের ফলে বেঞ্চে থাকা ভারতের বিশেষজ্ঞ ব্যাটসম্যানের সংখ্যা নেমে আসবে দুইয়ে। একজন হবেন পৃথ্বী শ অন্যজন হনুমা বিহারি ও মায়াঙ্ক আগারওয়ালদের কেউ একজন। রাহুলের চোটের কারণে তাই রোহিত শর্মা কার্যত দলে যোগ দেবেন রাহুলের বদলি হিসেবে।

সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া আট উইকেটে জিতে এগিয়ে গিয়েছিল ১-০ ব্যবধানে। পরের টেস্টেই ভারত একই ব্যবধানে জিতে সিরিজে সমতা ফেরায়। ফলে বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্টটি দুই দলের জন্যে এগিয়ে যাওয়ার লড়াইতে পরিণত হয়েছে।

এনইউ /এটি