টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চটা তৈরি ছিল। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। ভেস্তে গেল ফাইনালের প্রথম দিন। তার আগে অবশ্য অপেক্ষা ছিল সবার, কখন শুরু হয় ম্যাচ। তবে শেষ পর্যন্ত আর খেলা হয়নি। এতে সব ক্রিকেটপ্রেমির মতো বিরক্ত বিরাট কোহলির স্ত্রী আনুস্কা শর্মাও।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন- ‘রেইন রেইন গো অ্যাওয়ে… কাম এগেন আফটার ৫ ডেজ।’ ছোটদের জনপ্রিয় ছড়ার লাইন উঠে এসেছে অনুষ্কার ইনস্টাগ্রাম স্টোরিতে। আসলে শুধু আনুস্কা নয়, পুরো পৃথিবীর ক্রিকেট ভক্তদেরই এখন প্রার্থনা বৃষ্টি চলে যাওয়ার। 

ছয় মাস বয়সী মেয়ে ভামিকাকে নিয়ে এখন ইংল্যান্ডেই রয়েছেন আনুস্কা । বিরাটের সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের সাক্ষী হতে ইংল্যান্ডে উড়ে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি। 

ইংল্যান্ডের সাউদাম্পটনে শুক্রবার শুরু হওয়ার কথা ছিল ভারত-নিউজিল্যান্ড ফাইনাল। কিন্তু বৃষ্টির কারণে স্থানীয় সময় ২টা ৪৫ মিনিটে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। যদিও বৃষ্টির কথা বিবেচনায় রেখে আগেই একটি রিজার্ভ ডে রেখেছিল আইসিসি।

এমএইচ