ঢাকায় পা রাখার আগেই উইন্ডিজ দলে করোনা
ছবি: সংগৃহীত
করোনার প্রাদুর্ভাবের মধ্যেও চলছে আন্তর্জাতিক ক্রিকেট। তাই বাড়তি সতর্কতা নিচ্ছে হচ্ছে ক্রিকেট বোর্ডগুলোকে। ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচ খেলতে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ পা রাখার কথা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। সেজন্যে খেলোয়াড়দের করোনা পরীক্ষা করাচ্ছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। সেই পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন অলরাউন্ডার রোমারিও শেফার্ড।
বাংলাদেশ সফরে এসে শুরুতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে উইন্ডিজ। সিরিজের প্রথম ম্যাচ আগামী ২০ জানুয়ারি। একদিনের সিরিজের জন্য যে ১৫ সদস্যের দল দিয়েছে সফরকারীরা, সেই স্কোয়াডে নাম ছিল শেফার্ডের। এজন্য বাংলাদেশে আসার আগে গায়ানায় করোনা টেস্ট করিয়েছিলেন তিনি। সেই পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের অস্তিস্ব পাওয়া গেছে।
বিজ্ঞাপন
ফলে দলের সঙ্গে বাংলাদেশ সফরে আসতে পারবেন না শেফার্ড। তার পরিবর্তে তরুণ পেসার কিওন হার্ডিংকে স্কোয়াডে নিতে হচ্ছে উইন্ডিজ ক্রিকেট বোর্ডকে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে তারা। ২৪ বছর বয়সী হার্ডিং এখনো আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাননি। ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি অভিজ্ঞ নন তিনি। এখন পর্যন্ত ১৭টি প্রথম শ্রেণির ম্যাচের সঙ্গে ২০টি লিস্ট এ ম্যাচ এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে ডানহাতি পেস বোলিংয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৪টি এবং লিস্ট এ ক্রিকেটে ৩৪টি উইকেট নিয়েছেন তিনি।
এক নজরে বাংলাদেশ সফরের জন্য উইন্ডিজ স্কোয়াড-
বিজ্ঞাপন
টেস্ট: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, রাহকিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শায়েন মসেলে, ভিরাসামি পারমল, কেমার রোচ, রায়মন রেইফার ও জোমেল ওয়ারিকান।
ওয়ানডে: জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল আমব্রিস (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জশুয়া ডি সিলভা, জাহমার হ্যামিল্টন, শেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কজর্ন অটলে, রভম্যান পাওয়েল, রায়মন রেইফার, হেইডেন ওয়ালশ ও কিওন হোর্ডিং।
টিআইএস/এনইউ