জিনেদিন জিদান/ফাইল ছবি

করোনায় আক্রান্ত একজনের সঙ্গে ‘নিবিড় যোগাযোগ’-এর পর রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানকে যেতে হয়েছে ব্যক্তিগত আইসোলেশনে।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে মাদ্রিদের অনুশীলনেও ছিলেন না তিনি। যদিও সকালে করানো অ্যান্টিজেন টেস্ট ও পিসিআর টেস্টের ফলাফল নেগেটিভই এসেছে। এরপরও জিদানের আইসোলেশনে থাকার কারণ লা লিগার কোভিড-১৯ নীতিমালা। সেখানে স্পষ্ট বলা আছে, করোনা পজেটিভ কারো সঙ্গে নিবিড় যোগাযোগ হলে খেলোয়াড়-কোচ কিংবা সদস্যদেরকে আইসোলেশনে থাকতে হবে কমপক্ষে ১৪ দিন। তবে যদি টানা দুই পিসিআর টেস্টের ফলাফল নেগেটিভ আসে, সেক্ষেত্রে মিলতে পারে ছাড়। তবে দুই টেস্টের মাঝের তিন দিনে আইসোলেশনেই থাকতে হবে তাকে। 

এ কারণেই ওসাসুনার বিপক্ষে ম্যাচের জন্যে লা লিগার সবুজ সঙ্কেত পাননি জিদান। আগামী শনিবার লা লিগার ম্যাচে মুখোমুখি হবে দুই দল। যদিও পাম্পালোনায় সামুদ্রিক ঝড়ের পূর্বাভাস চোখ রাঙানি দিচ্ছে ম্যাচটিকে। শঙ্কায় আছে ১৪ জানুয়ারি মালাগায় অনুষ্ঠেয় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে রিয়ালের স্প্যানিশ সুপার কাপের ম্যাচটিও।

ম্যাচদুটি যদি শেষমেশ মাঠে গড়ায়, আর জিদান যদি সবুজ সঙ্কেত নাই পান; তখন রিয়ালের সহকারী কোচ ডেভিড বেত্তোনির উপর ভার পড়বে রিয়ালের ম্যাচের দায়িত্ব সামলানোর। বেত্তোনি দীর্ঘদিন ধরেই আছেন জিদানের সঙ্গে। জিদান যখন রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার দায়িত্বে আছেন, তখন থেকেই স্প্যানিশ এই কোচ ছিলেন তার কোচিং স্টাফদের একজন। এরপর আচমকা রিয়ালের কোচ হওয়া, সরে দাঁড়ানো, এরপর আবারও ফিরে আসা, সর্বক্ষেত্রেই বেত্তোনি জিদানের পাশে ছিলেন ছায়ার মতো। উয়েফা প্রো লাইসেন্সও আছে তার, যার ফলে রিয়ালের দুই ম্যাচে ডাগআউটে বাধা নেই তার।

এনইউ