ক্যাসিনোকাণ্ডে স্থগিত ক্লাবগুলো সচলের উদ্যোগ
ছবি : সংগৃহীত
ক্যাসিনোকাণ্ডের পর ক্রীড়াঙ্গনের অনেক ক্লাব বন্ধ। বিশেষ করে ভিক্টোরিয়া, ফকিরেরপুল ইয়ংমেন্স, আরামবাগ ক্রীড়া সংঘ একেবারে তালাবদ্ধ। সামনে ঘরোয়া ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ অনুষ্ঠিত হবে। ক্যাসিনোকাণ্ডে বন্ধ হওয়া অনেক ক্লাব চ্যাম্পিয়নশিপ লিগের। ক্লাব বন্ধ থাকলে তাদের লিগে অংশগ্রহণ করা কঠিন হবে। বৃহস্পতিবার ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনায় এই বিষয়টিও ওঠেছিল।
সভা শেষে সাংবাদিকদের ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘যারা অন্যায় করেছে তাদের সাজা হচ্ছে। অন্যায়ের জন্য প্রতিষ্ঠান সাজা পেতে পারে না। ক্লাবগুলোকে অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রনালয় এবং ক্লাবগুলো বন্ধ (ক্যাসিনো কান্ডে) হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে।’
বিজ্ঞাপন
বাণিজ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার উদ্যোগ নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘খেলাধুলার জন্য ক্লাব প্রয়োজন। আমরা দুই মন্ত্রণালয়ের সঙ্গেই আলোচনা করব যেন দ্রুত একটা কিছু করা যায়।’
২০১৯ সালের সেপ্টেম্বরে ক্লাব পাড়ায় ক্যাসিনোবাণিজ্য ধরা পড়ে। তখন থেকেই কিছু ক্লাব সিলগালা অবস্থায় রয়েছে।
বিজ্ঞাপন
এজেড /এটি/এমএইচ