সংবাদ সম্মেলনে বসুন্ধরা কোচ অস্কার ব্রুজন। ছবি : বাফুফে

নির্ধারিত সময়ে ম্যাচে ছিল এক গোলের সমতা। অতিরিক্ত ৩০ মিনিটের সময় গোল করে লিড নেয় বসুন্ধরা কিংস। দলের দ্বিতীয় গোলের সময় অত্যন্ত উচ্ছ্বাসিত ছিলেন বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। ১২০ মিনিটের দিকে সহকারি রেফারি আবাহনীর গোল বাতিল করলে ম্যাচে অচল অবস্থা সৃষ্টি হয় ম্যাচে। 

আবাহনীর সেই গোলটি বৈধ ঘোষণা হলে ম্যাচের চিত্র বদলে যেত পারত। রেফারির সেই সিদ্ধান্ত সম্পর্কে জিজ্ঞেস করলে বসুন্ধরা কোচ অস্কার বলেন, ‘এর আগে আমরা অনেক ফাউলের শিকার হয়েছি। যেগুলো ধরলে ম্যাচের ফলাফল আগেও হয়ে যেতে পারতো।’

বসুন্ধরা এবারের মৌসুমে সবচেয়ে বেশি সময় অনুশীলন করেছে। কাগজে-কলমেও তারা সবার চেয়ে এগিয়ে। ঢাকা আবাহনী ম্যাচের প্রথমে লিড নেয়। পরবর্তীতে অবশ্য পিছিয়ে পড়ে অতিরিক্ত সময়ে। প্রতিপক্ষ আবাহনী সম্পর্কে অস্কারের মূল্যায়ন, ‘আবাহনী আমার প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালো খেলেছে। তারা সব দিক থেকে ম্যাচে দারুণ খেলেছে। এই জন্য ম্যাচটি ১২০ মিনিট পর্যন্ত গড়িয়েছে।’

এজেড/এমএইচ