আর্চারের শিকার হয়েছেন গ্রিন

আইপিএল নিলাম নিয়ে আগে থেকেই রোমাঞ্চ কাজ করছিল ক্যামেরন গ্রিনের মনে। সবচেয়ে দামী খেলোয়াড় হওয়ার দৌড়ে তিনি এগিয়ে ছিলেন, হয়েছেনও। বিদেশি খেলোয়াড় হিসেবে রেকর্ড দামে এই অলরাউন্ডার কলকাতা নাইট রাইডার্সে ডাক পেয়েছেন। আসন্ন আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় হওয়ার রোমাঞ্চের রেশ কাটতে না কাটতেই ব্যাটিংয়ে হতাশ করলেন গ্রিন।

গতকাল (মঙ্গলবার) আইপিএলের নিলাম জুড়ে আলোচনায় গ্রিন। কারণ তাকে রেকর্ড ২৫ কোটি ২০ লাখ রুপি দিয়ে কিনেছে কেকেআর।পরের দিন ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় অ্যাশেজ টেস্টে ব‍্যাট হাতে ব‍্যর্থ হলেন।

অ্যাডিলেডে (বুধবার) প্রথম দিনের খেলায় মাত্র ২ বল স্থায়ী হলো অস্ট্রেলিয়ার গ্রিনের ইনিংস। কোনো রান করতে পারেননি তিনি। জোফরা আর্চারের বলে শূন‍্য রানে আউট হন তিনি। লেগের দিকে একটি শট খেলতে গিয়ে মিড উইকেটে ব্রাইডন কার্সের হাতে ক‍্যাচ দিয়ে ফেরেন।

নিলামের আগে থেকেই আলোচনায় ছিলেন গ্রিন। নিলামের টেবিলেও তাকে নিতে রীতিমতো যুদ্ধ করেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। প্রথমে তার প্রতি আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। এক পর্যায়ে সেখানে যোগ দেয় চেন্নাই সুপার কিংসও। শেষ পর্যন্ত রেকর্ড দামে এই অজি অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে কলকাতা।

গ্রিনকে দলে নিতে চড়া দাম দিতে হলেও খুশি কেকেআর সিইও বেঙ্কি মাইসোর। তিনি বলেন, 'গ্রিনকে পেয়ে আমরা খুশি। খুব ভালো লাগছে। আমাদের পরিকল্পনায় গ্রিন ছিল। তাকে পাওয়ার আশাও ছিল। তবে গ্রিনকে যে দামে পেয়েছি, তাতে আমরা খুশি। অনেক সময় দাম অনেক বেড়ে যায়। তেমন হলে হয়তো অন্য রকম ভাবতে হতো। সত্যি বলতে আমরা গ্রিনকে নিতে আগ্রহী ছিলাম ঠিকই, তবে মরিয়া ছিলাম না। গ্রিনকে পাওয়ায় আমাদের দল নিঃসন্দেহে শক্তিশালী হবে।’।

গ্রিনকে নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে ভেঙ্কি বলেন, ‘বিশেষ করে আমাদের নতুন পাওয়ার কোচ আন্দ্রে রাসেল এক জন তরুণ অলরাউন্ডারকে নিয়ে কাজ করার সুযোগ পাবেন। তা ছাড়া গ্রিন ব্যাট এবং বল হাতে কী করতে পারে, তা আমরা জানি। আইপিএল খেলার অভিজ্ঞতাও রয়েছে। সব মিলিয়ে আমরা গ্রিনকে পেয়ে খুশি।’

নিলামে ২৫ কোটি ২০ লাখ রুপি দাম উঠলেও গ্রিন ৭ কোটি ২০ লাখ রুপি কম পাবেন। এবারের নিলামের আগে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিচিত্র এক নিয়ম করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। যেখানে বলা হয়েছে– দর কষাকষি শেষে কোনো বিদেশি খেলোয়াড়কে ১৮ কোটি রুপির বেশি দিতে পারবে না তার ফ্র্যাঞ্চাইজি। তবে এর চেয়ে বেশি দামে কেনা হলে বাকি রুপি খরচ করা হবে ক্রিকেটারদের উন্নতিতে। অর্থাৎ, নিলামে গ্রিনের দাম যাই উঠুক, তিনি নিয়ম অনুসারে ১৮ কোটি রুপিই পাবেন। অস্ট্রেলিয়ান এই ২৬ বছর বয়সী তারকার নিলামে পাওয়া বাকি ৭ কোটি ২০ লাখ রুপি জমা হবে বিসিসিআইয়ের খেলোয়াড় কল্যাণ তহবিলে।

এফএইচএম/