শেখ জামাল একাডেমি কাপ শুরু মঙ্গলবার
ছবি: সংগৃহীত
২৪ দল নিয়ে শুরু হচ্ছে শেখ জামাল একাডেমি চ্যাম্পিয়ন ট্রফি টি-টোয়েন্টি কাপ। আগামী ১২ জানুয়ারি, পর্দা উঠবে এই টুর্নামেন্টের। এজন্য ১০ জানুয়ারি বেশ ঘটা করে হয়ে গেলো টুর্নামেন্টটির লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠান।
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে শেখ জামাল একাডেমি চ্যাম্পিয়ন ট্রফি টি-টোয়েন্টি কাপ। ২৭ দিনের এই টুর্নামেন্ট শেষ হবে আগামী ৮ ফেব্রুয়ারি। রোববার রাজধানীর শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের মাঠে ২৪ দলের জার্সি উন্মোচন ও ট্রফি উন্মোচন করা হয়।
বিজ্ঞাপন
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল, উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক, তারেক আজিজ খান ও জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু।
টুর্নামেন্টটির উদ্বোধন ঘোষণা করেন, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রেসিডেন্ট সাফওয়ান সোবহান। তিনি বলেন, ‘একসময় আমি নিজেও অনেক ক্রিকেট খেলেছি। আমি বিশ্বাস করি যে, আমাদের দেশের ছেলেদের সামর্থ্য আছে। কিন্তু সেটির প্রকাশ ঘটানোর সুযোগ থাকা চাই। সেই চিন্তা থেকেই আমরা একাডেমি কাপ চালুর উদ্যোগ নিয়েছি।’
বিজ্ঞাপন
শেখ জামাল একাডেমি চ্যাম্পিয়ন ট্রফি টি-টোয়েন্টি কাপের ২৪টি দল-
শেখ জামাল ক্রিকেট একাডেমি, শিশু-কিশোর ক্রিকেট একাডেমি, বনশ্রী ক্রিকেট একাডেমি, আর্টিসান ক্রিকেট একাডেমি, ইয়াং ট্যালেন্ট ক্রিকেট একাডেমি, বেস্ট ইলেভেন ক্রিকেট একাডেমি, ঢাকা টাইগার্স ক্রিকেট একাডেমি, ক্লাব ডিজিটাল ক্লাব একাডেমি, ধানমন্ডি ক্রিকেট একাডেমি, গেন্ডারিয়া ক্রিকেট একাডেমি, হাজি দিন মোহাম্মদ মোল্লা ক্রিকেট একাডেমি, উত্তরা ক্লাব লিমিটেড, ক্রিকম্যাড ক্রিকেট একাডেমি, দুরন্ত ক্রিকেট একাডেমি, এয়ারব্যাট রাইডার্স ক্রিকেট একাডেমি, ইনটেন্স ক্রিকেট একাডেমি, মিরপুর গ্লাডিয়েটরস ক্রিকেট একাডেমি, কাঠগড়া ক্রিকেট একাডেমি, টিকে স্পোর্টস ক্রিকেট একাডেমি, ডাক্টার ক্রিকেট একাডেমি, মোহাম্মদপুর শহীদ পার্ক ক্রিকেট একাডেমি, সিটি ক্লাব, কে এল ওয়ারিয়র্স ও শ্যামলী ক্রিকেট একাডেমি।
টিআইএস/এজেড