ছবি : সংগৃহীত

সিডনিতে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে চলছে চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয়টি। এই ম্যাচের চতুর্থ দিন শেষে দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যাচ্ছে। তবে মাঠের পারফরম্যান্সের চেয়েও সিডনি টেস্টে বেশি আলোচনা হচ্ছে আলাদা একটি বিষয় নিয়ে।

দুই পেসার জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজসহ ভারতের বেশ কয়েক জন ক্রিকেটার দর্শকদের দ্বারা বর্ণবাদী আচরণের স্বীকার হয়েছেন। এজন্য বন্ধ রাখতে হয়েছে খেলাও। মাঠ থেকে বের করে দেয়া হয়েছে ছয় দর্শককে। 

দর্শকদের এমন আচরণের ব্যাপারে কথা বলতে হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ জাস্টিন ল্যাঙ্গারকে। নিজ দেশের দর্শকদের এমন আচরণের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। সঙ্গে নিজের বিরক্তিও প্রকাশ করেছেন অজি কোচ।

‘আমি দুঃখিত। এটি (বর্ণবাদ) বিরক্তিকর ও হতাশাজনক। যেকোন খেলাতেই পকেটের পয়সা খরচ করে দেখতে এসে দর্শকদের করা এমন (বর্ণবাদী) আচরণকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। যখন আপনি অস্ট্রেলিয়ান সংস্কৃতি সম্পর্কে জানবেন তখনই বুঝবেন যে এটি কতটা কষ্টদায়ক। খেলোয়াড়, কোচ যেকোন ভূমিকাতেই অস্ট্রেলিয়ায় এমন ঘটনা দেখা দুঃখজনক।’

-জাস্টিন ল্যাঙ্গার

 

ল্যাঙ্গার আরও বলেন, ‘এখন পর্যন্ত সিরিজে দুর্দান্ত স্পিরিটে অবিশ্বাস্য খেলা উপহার দিয়েছে দুই দলের খেলোয়াড়রা। মাঠের এমন উজ্জ্বল পারফরম্যান্স দেখতে পারাও দারুণ অনুভূতির। কিন্তু সিরিজের হাড্ডাহাড্ডি লড়াই ছাপিয়ে আজ ও গতকালের (বর্ণবাদী) ঘটনার বিভক্তি লজ্জাজনক।’

এমএইচ