ছবি : সংগৃহীত

সাইফ স্পোর্টিং ক্লাবের মিডফিল্ডার আল আমিন রোববার হাসপাতাল ছেড়েছেন। বৃহস্পতিবার রাতে তার পায়ে অস্ত্রোপচার হয়। এরপর তিন দিন পর্যবেক্ষণে ছিলেন সাইফের এই মিডফিল্ডার। 

সাইফের মিডিয়া ম্যানেজার সাইফ মাহবুব বলেন, ‘আল আমিন এখন আমাদের ক্যাম্পে রয়েছে। বাসায় যেতে দেইনি। আমরা ক্লাব থেকেই ওর পরিচর্যা করব। চিকিৎসক ক্লাবে এসে দেখে যাবে কিছুদিন পর পর।’ 

পায়ে প্লাস্টার রাখতে হবে বেশ কিছুদিন। মাঠে বল নিয়ে নামার জন্য আরও ৩-৪ মাস অপেক্ষা করতে হতে পারে। পায়ে কেমন শক্তি পান, আরও অনেক বিষয় বিবেচনার পর নির্ভর করছে তার ফুটবল পায়ে ফেরা।

ওয়ালটন ফেডারেশন কাপের প্রথম সেমি-ফাইনালে চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান দিদিয়ের আল আমিনকে মারাত্মক ফাউল করেন। তারপরই স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি।

এজেড/এটি/এমএইচ