ছবি: সংগৃহীত

কাতারে বিশ্বকাপ বাছাই ম্যাচ শেষ করেই নিজ দেশ ইংল্যান্ডে গিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের ব্রিটিশ হেড কোচ জেমি ডে। ইংল্যান্ডে করোনা পরিস্থিতির অবনতি ও পারিবারিক কারণে ফেডারেশন কাপের খেলা বাংলাদেশে এসে সশরীরে দেখতে পারেননি জেমি। নিজ দেশ থেকে স্যাটেলাইটসের মাধ্যমে ফেডারেশন কাপের ম্যাচগুলো পর্যবেক্ষণ করেছেন। 

ফেডারেশন কাপ নিয়ে ঢাকা পোস্টের কাছে মূল্যায়ন ব্যক্ত করেন জেমি। যেখানে জেমি বলেন, 'ভালো মানের টুর্নামেন্টই হয়েছে। বসুন্ধরা কিংস যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে। তাদের বিদেশিরাও দুর্দান্ত খেলেছে।'

বাংলাদেশের ঘরোয়া ফুটবল বিদেশি নির্ভর। ফেডারেশন কাপে বিদেশিদের পারফরম্যান্সও নজরে এসেছে  তার, 'গত মৌসুমের তুলনায় এবার বিদেশিদের মান বেশ ভালো।' 

বিদেশিদের প্রশংসা করলেও এই বিদেশিরাই যে তার বিড়ম্বনার কারণ সেটিও অকপটে স্বীকার করেন জেমি, 'প্রায় সব ক্লাবে ফরোয়ার্ড বিদেশি। স্থানীয়রা মূল স্ট্রাইকার হিসেবে খেলার সুযোগ পাচ্ছে না। এর প্রভাব জাতীয় দলে পড়ছে।'

জাতীয় দলের ফুটবলারদের ফেডারেশন কাপের পারফরম্যান্স নিয়ে হেড কোচ বলেন, 'ওরা ভালোই করেছে। তবে এক ম্যাচ থেকে আরেক ম্যাচের মধ্যে বিশ্রাম বেশি পেলে আরো বেশি ভালো খেলতে পারতো। খেলোয়াড়দের মতো মাঠেরও বিশ্রাম দরকার। ভালো মাঠে আরো সুন্দর ও উপভোগ্য টুর্নামেন্ট হয়।'  

গোলরক্ষক আনিসুর রহমান জিকো অসাধারণ পারফরম্যান্স করে বসুন্ধরাকে চ্যাম্পিয়ন খেতাব এনে দেওয়ায় ভূমিকা রাখলেও অন্য গোলরক্ষকদেরও প্রশংসা করতে কার্পণ্য করেননি জেমি, 'জিকো নিঃসন্দেহে ভালো পারফর্মার। পাপ্পু, রানাও তাদের সেরাটা দিয়েছে।'

২৫ মার্চ আফগানিস্তানের বিরুদ্ধে সিলেটে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। এর আগে ১ মার্চ থেকে বঙ্গবন্ধু গোল্ডকাপ। এই দু'টিকে সামনে রেখে ১৮ ফেব্রুয়ারি থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। জাতীয় দল নির্বাচনে ফেডারেশন কাপ নয়, বরং লিগকেই প্রাধান্য দিবেন বলে ঢাকা পোস্টকে জানান জেমি, 'ফেডারেশন কাপে কিছু দল ২ ম্যাচ, কিছু ৩-৪ ম্যাচ করে খেলেছে। ফেডারেশন কাপ ছিল প্রস্তুতি। জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগে লিগের ৫-৬ রাউন্ড হবে। লিগের পারফরম্যান্স দেখেই দল নির্বাচন করব।'

১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে লিগ। জেমি ডে এখনো ইংল্যান্ডে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্যবিধি অনুযায়ী ইংল্যান্ড থেকে আগতদের ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। সে হিসেবে জেমি বাংলাদেশে এসে সশরীরে ২ রাউন্ডের বেশি লিগ দেখতে পাবেন না।

এ প্রসঙ্গে তার ভাষ্য, 'আমার ফ্লাইট এই সপ্তাহে ঠিক হবে। ঢাকায় আসার পরও অন্তত ২ সপ্তাহ আইসোলেশনে থাকতে হবে। সেই দৃষ্টিতে আমি ক্যাম্প শুরুর আগে ২ রাউন্ডের বেশি ম্যাচ স্টেডিয়ামে গিয়ে দেখতে পাব না।' 

জেমি ডের সহকারি আরেক ইংলিশ কোচ স্টুয়ার্ট ওয়াটকিস দিন পাঁচেক আগে লন্ডন থেকে ঢাকায় এসেছেন। সরকারের নিয়ম অনুযায়ী ইংল্যান্ড থেকে আগতদের সরকার নির্ধারিত হোটেলে অবস্থান করতে হবে ১৪ দিন। বাফুফে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিয়ে স্টুয়ার্টকে স্টেডিয়ামের নিকটস্থ তিন তারকা হোটেলে রেখেছে। জেমি ডের জন্যও বাফুফে একই ব্যবস্থা করবে। 

এজেড/টিআইএস