তাসকিন আহমেদ/ফাইল ছবি

জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়ে সোমবার ফিল্ডিং অনুশীলন করতে নেমেছিলেন পেসার তাসকিন আহমেদ। সেখানেই বিপত্তি। বাঁ হাতের একটি আঙুল ফেটে যায় ডানহাতি এই পেসারের। সোমবার রাতেই সেখানে ৩টি সেলাই দিতে হয়েছে। পুরোপুরি সেরে উঠতে ৭ থেকে ১০ দিন সময় লেগে যাবে। সেক্ষেত্রে শুরুর দিকের ম্যাচগুলোতে তাসকিনের পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন বাংলাদেশ দলের। তাসকিনের অপেক্ষাটা আরো দীর্ঘ। তিন বছর পর জাতীয় দলে ফেরার লক্ষ্যে আসন্ন উইন্ডিজ সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করছিলেন তাসকিন। ২০ তারিখ থেকে শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজের প্রাথমিক স্কোয়াডে নাম আছে ২৫ বছর বয়সী এই ক্রিকেটারের।

এজন্য সোমবার (১১ জানুয়ারি) দলীয় অনুশীলনে নেমেছিলেন তাসকিন। অনুশীলনের সময় বল লেগে বাঁ হাতের একটি আঙুলে চোট লেগেছে। সেখানে ৩টি সেলাই দেওয়া হয়েছে। ক্ষত সারিয়ে মাঠে ফিরতে ৭ থেকে ১০ দিন সময় লেগে যাবে। 

তাসকিনের বর্তমান অবস্থা ঢাকা পোস্টকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক ডা. মনজুর হোসাইন চৌধুরী। 

আপনারা জানেন যে তাসকিনের আঙুলে একটা চোট লেগেছে। যেখানে ৩টি সেলাই দেওয়া হয়েছে। আপাতত পর্যবেক্ষণে আছে। ৩ দিন পর আমরা দেখবো কি অবস্থা। আপাতত যে পরিস্থিতি তাতে মাঠে ফিরতে ৭ থেকে ১০ দিন সময় লাগতে পারে।

ডা. মনজুর হোসাইন চৌধুরী, চিকিৎসক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড

সুস্থ হয়ে মাঠে ফিরতে ১০ দিন সময় লাগলে আগামী ২০ জানুয়ারির প্রথম ওয়ানডে ম্যাচ খেলা হবে না তাসকিনের। তবে মনজুর আশাবাদী, এর আগেই ফিরতে পারবেন তাসকিন। মনজুর বলেন, ‘আমরা আশাবাদী। তিন দিন পর আসলে বোঝা যাবে সে শুরুর দিকের ম্যাচ খেলতে পারে কি পারবে না।’

টিআইএস/এনইউ/এটি