প্রথম ধাপে সুখবর পেল উইন্ডিজ দল
ছবি: সংগৃহীত
করোনার মধ্যে আন্তর্জাতিক সিরিজ। সর্বোচ্চ নিরাপত্তা মানতে হচ্ছে স্বাগতিক ও সফরকারী দলগুলোকে। ৩ ম্যাচ ওয়ানডে ও ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ১০ জানুয়ারি বাংলাদেশের এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বাংলাদেশে পৌঁছে ১১ জানুয়ারি প্রথম করোনা পরীক্ষা নমুনা দেয় গোটা দল। সেই পরীক্ষার ফল এসেছে। ৪৭ জনের সবাই নেগেটিভ হয়েছেন।
গত রোববার ঢাকায় পা রেখেই কোয়ারেন্টিনে আছেন সফরকারী উইন্ডিজ দলের ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলের সঙ্গে সোনারগাঁও হোটেলে রয়েছেন তারা। সেখানে সোমবার কোভিড-১৯ পরীক্ষা করা হয় স্কোয়াডে ৪৭ জন সদস্যের।
বিজ্ঞাপন
মঙ্গলবার সেই পরীক্ষার ফলে জানা যায়, প্রথম ধাপের পরীক্ষায় সবাই উতরে গেছেন। মঙ্গলবার আবার দ্বিতীয় দফায় কোভিড টেস্টের নমুনা দিবেন তারা। এই পরীক্ষার ফল নেগেটিভ আসলে ১৪ জানুয়ারি থেকে দলীয় অনুশীলনের সুযোগ পাবে ক্যারিবীয়রা।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে বাংলাদেশ সিরিজ শুরু হবে উইন্ডিজের। ২২ জানুয়ারি একই মাঠে দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামে। এর আগে তারা ১৮ জানুয়ারি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিকেএসপিতে।
বিজ্ঞাপন
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল:
জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল অ্যামব্রিস (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জশুয়া ডি সিলভা, জাহমার হ্যামিল্টন, শেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কজর্ন অটলে, রভম্যান পাওয়েল, রায়মন রেইফার, হেইডেন ওয়ালশ ও কিওন হোর্ডিং।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল:
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, রাহকিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শায়েন মসেলে, ভিরাসামি পারমল, কেমার রোচ, রায়মন রেইফার ও জোমেল ওয়ারিকান।
টিআইএস/এটি/এনইউ