ছবি: সংগৃহীত

মার্চে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি অনুষ্ঠিত হবে ঢাকায়। এই লক্ষ্যে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। রোববার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হকি খেলোয়াড়রা রিপোর্টিং করেন। সোমবার সকালে আইইডিসিআরের কর্মকর্তারা এসে খেলোয়াড়দের নমুনা সংগ্রহ করেছিল। একদিন পর মঙ্গলবার দুপুরে ফল পেয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। 

হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ ঢাকা পোস্টকে বলেন, ‘কিছুক্ষণ আগে আমাদের ফোন করে জানানো হয়েছে আমাদের একজন খেলোয়াড় পজিটিভ। বাকিরা নেগেটিভ।’ আক্রান্ত দেবাশীষ দাসকে ইতোমধ্যেই আইসোলেশনে পাঠানো হয়েছে। খেলোয়াড়রা হকি স্টেডিয়ামেই ক্যাম্প করছে। এখানে আইসোলেশনের সেই রকম ব্যবস্থা নেই। এজন্য দেবাশীষকে বিমানবাহিনীর শাহীন হলে পাঠানো হচ্ছে বলে জানান ইউসুফ, ‘আমরা ইতোমধ্যে তার জন্য আইসোলেশনের ব্যবস্থা করেছি। কিছুক্ষণের মধ্যেই সে শাহীন হলে পৌঁছাবে। আমাদের তত্বাবধানেই থাকবে।’ 

করোনা পরীক্ষার ফলাফলের জন্য কোচ মাহবুব হারুন অনুশীলনে নামেননি। আজ মঙ্গলবার বিকেলে হকি দল আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করবে। ৩২ জন প্রাথমিক দলে রয়েছেন। এর মধ্যে ৩১ জনই ক্যাম্পে ছিলেন। ব্যক্তিগত কারণে কিছু দিন পরে ক্যাম্প যোগ দেবেন গোলরক্ষক আবু সাইদ নিপ্পন। নেগেটিভ রিপোর্ট পেয়ে আবার দলের সাথে যোগ দেবেন দেবাশীষ। 

কোচ মাহবুব হারুন তার অনুশীলন পরিকল্পনা সম্পর্কে বলেন, ‘দেবাশীষ দ্রুত নেগেটিভ হোক এটাই আমাদের প্রথম চাওয়া। অনুশীলনে প্রথমে ফিটনেস নিয়ে কাজ হবে। এরপর ম্যাচ প্ল্যান। ফেডারেশনকে অনুরোধ জানিয়েছি ভালো বিদেশি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ আয়োজনের।’

১১-১৯ মার্চ ঢাকায় মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে এশিয়ান হকির অন্যতম মর্যাদাপূর্ণ আসর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি অনুষ্ঠিত হবে।  

এজেড/এনইউ/এটি