সাকিবের বিদায়ের পর রিয়াদ-আফিফের ব্যাটে লড়ছে বাংলাদেশ
একে তো মন্থর উইকেট, তার উপর ম্যাচ শুরুর আগে বৃষ্টির বাগড়া। নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর শুরু হলো বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। তবুও দীর্ঘদিন পর টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার সেই সিদ্ধান্তের মান রাখতে পারলেন না দুই ওপেনার সৌম্য সরকার ও নাঈম শেখ।
অজিদের বিপক্ষে এই সিরিজে টাইগারদের ওপেনিং দুর্বলতা প্রকট। সেটি আরও প্রশ্নবিদ্ধ হলো সৌম্য-নাঈমের খেলার ধরণে। দলীয় ৩ রানে বিদায় নেন দুজনেই। পরে সাকিব আল হাসানও ফিরে গেলে এখন মাহমুদউল্লাহ আর আফিফ হোসেন ধ্রুবত ব্যাটে লড়াই করছে টাইগাররা।
বিজ্ঞাপন
এই প্রতিবেদন লেখার সময় ১০ ওভার শেষে ৩ উইকেট হারানো বাংলাদেশ দলের সংগ্রহ ৬০ রান। মাহমুদউল্লাহ ১৮ ও আফিফ হোসেন ৯ রানে ব্যাট করছে।
এদিন স্পিন দিয়ে নিজেদের ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া। টার্নারের করা ইনিংসের প্রথম ওভারেই দুই দফায় অল্পের জন্য রক্ষা পান সৌম্য। ওভারের পঞ্চম বলটি লেগ স্টাম্পের বাইরে। সেটি ঠিকমতো খেলতে পারেননি সৌম্য। পা চলে আসে বাইরে। কিপার ম্যাথু ওয়েড বেল ফেলে দেন। তবে টিভি রিপ্লেতে দেখা যায়, সেকেন্ডের ভগ্নাংশ সময় আগে পা ক্রিজে চলে আসে সৌম্যর। পরের বলে আবার বিপদ মাথাচাড়া দেয়। স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডার বল তালুবন্দি করতে না পারলে।
বিজ্ঞাপন
সৌম্য দুবার বাঁচেন শূন্য রানে। তবে শেষরক্ষা হয়নি তার। ইনিংসের তৃতীয় ওভারে লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পার একটি বল সুইপ করার চেষ্টা করেন সৌম্য। বল আঘাত করে তার প্যাডে। এলবিডব্লিউ হয়ে ফেরেন ১১ বলে ২ রান করে।
তার আগেই আরেক ওপেনার নাঈম শেখে উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। সফরকারীদের প্রথম ব্রেক থ্রু এনে দেন পেসার জশ হেইজেলউড। মিডল স্টাম্পে বলটি পিচ করে সিমে, হালকা সুইং করে বেরিয়ে যায়। নাঈম চেষ্টা করেন ব্যাটের মুখ পেতে দিয়ে থার্ডম্যানে খেলতে। তার ব্যাটের কানায় লেগে বল যায় কিপার ম্যাথু ওয়েডের গ্লাভসে। ২ বলে ১ রান করে সাজঘরে ফেরেন নাঈম শেখ।
৩ রানে ২ উইকেট হারানোর পর সাকিব-মাহমুদউল্লাহ জুটিতে আসে ৪৪ রান। সম্ভাবনা জাগিয়েও ইনিংস বড় করতে পারেননি সাকিব। জ্যাম্পার দ্বিতীয় শিকারে পরিণত হন ১৭ বলে ২৬ রান করে।
টিআইএস