আফিফ-সোহানের দুই রানআউটে বিপদে বাংলাদেশ
আফিফের পর সোহানও ফিরেছেন রানআউটে কাটা পড়ে/ক্রিকইনফো
আফিফ হোসেন ধ্রুব আর নুরুল হাসান সোহান দুজনেই ইনিংস শুরু করেছিলেন দারুণ কিছুর প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু দুজনের ইনিংসই শেষ হলো দুর্ভাগ্যজনকভাবে, অজি নৈপুণ্যের সুবাদে রানআউটের কাটায় পড়ে। তাতে বাংলাদেশের বড় স্কোরের লক্ষ্যও পড়ে গেছে ধোঁয়াশায়।
আগের দুই ম্যাচে বাংলাদেশের মিডল অর্ডারে দারুণ অবদান রেখেছিলেন দুজনে। শেষ ম্যাচে দুজনের পঞ্চাশ পেরোনো জুটিতেই তো জয়ের বন্দরে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ।
বিজ্ঞাপন
তবে আজ শুক্রবার তৃতীয় টি-টোয়েন্টিতে অবশ্য দুজনের দেখা হলো না। আফিফ উইকেটে এসেছিলেন সাকিব আল হাসানের বিদায়ের পর। এক ছয় আর এক চারে স্বাগতিকদের ইনিংসকে দারুণ বড় স্কোরের দিশাও দিচ্ছিলেন তিনি। কিন্তু ১৩ বলে ১৯ রান করার পর তার প্রতিশ্রুতিশীল ইনিংসের অকাল মৃত্যু হলো অস্ট্রেলিয়ার দারুণ এক ডিরেক্ট থ্রোতে রানআউট হয়ে।
এরপর শামিম হতাশ করেন স্বাগতিকদের। তবে নুরুল উইকেটে এসেও খেলছিলেন দারুণ। কিন্তু তাকেও বিদায় নিতে হয় মোজেস হেনরিকেসের দারুণ এক থ্রোয়ের শিকার হয়ে। তাতে অন্তত ১৪০ পেরোনো সংগ্রহের আশা পড়ে যায় শঙ্কায়।
বিজ্ঞাপন