বিকেএসপিতে মুখোমুখি মাহমুদউল্লাহ-তামিম
ছবি : সংগৃহীত
করোনা প্রাদুর্ভাবের পর দীর্ঘদিন বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। এরপর বাইশ গজের লড়াই শুরু হলেও আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পাওয়া হয়নি বাংলাদেশ দলের। প্রায় ১০ মাস পর সেই সুযোগ আসছে টাইগারদের সামনে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ দল। তার জন্য দুই প্রস্তুতি ম্যাচের প্রথমটাতে মাঠে নেমেছে মাহমুদউল্লাহ ও তামিমের ইকবালের দল।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে উইন্ডিজ দল এখন ঢাকায়। সফরকারীদের বিপক্ষে পরিষ্কার ফেভারিট বাংলাদেশ। মূল সিরিজে মাঠে নামার আগে পূর্ণ প্রস্তুতি শুরু করে দিয়েছে স্বাগতিকরা। ওয়ানডের জন্য ঘোষিত ২৪ সদস্যের প্রাথমিক দল নিয়ে ১০ জানুয়ারি থেকে অনুশীলন শুরু হয়েছে।
বিজ্ঞাপন
চার দিনের অনুশীলন শেষে ১৪ ও ১৬ জানুয়ারি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বিকেএসপিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। যার প্রথম ম্যাচে বৃহস্পতিবার মাঠে নেমেছে টাইগাররা। এই ম্যাচের আগে ইনজুরির কারণে ছিটকে গেছেন দুই ক্রিকেটার তাসকিন আহমেদ ও পারভেজ হোসেন ইমন। বাকি ২২ জন দুই গ্রুপে ভাগ হয়ে খেলতে নেমেছেন।
এই ম্যাচের একটি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। অন্যটির দায়িত্ব নিয়েছেন টাইগারদের টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ৫০ ওভারের পরিবর্তে বিএকএসপিতে ৪০ ওভারে হবে ম্যাচটি।
বিজ্ঞাপন
একনজরে দুই দলের একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম।
টিআইএস/এমএইচ