আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়বে পাকিস্তান। টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী প্রতিটি দল সমান তিনটি করে হোম ও অ্যাওয়ে সিরিজ খেলবে।

পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই টেস্ট ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৯টায় জ্যামাইকার সাবিনা পার্ক স্টেডিয়ামে শুরু হবে। অ্যাওয়ে সিরিজের কোটা পূরণ করতে সামনে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সফর করবে পাকিস্তান।

এর আগে পাকিস্তান-উইন্ডিজ ১৭টি সিরিজে সাদা পোশাকে একে অপরের মুখোমুখি হয়েছে। যার মধ্যে ছয়টি সিরিজ জিতেছে পাকিস্তান। এর বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করেছে পাঁচটি সিরিজে। কিন্তু ঘরের মাঠে ক্যারিবীয়রা অপ্রতিরোধ্য। নিজেদের মাঠে আটটি সিরিজে পাকিস্তানের সঙ্গে লড়ে চারটিতেই জিতেছে তারা। বিপরীতে পাকিস্তানের অর্জন মাত্র একটি সিরিজ জয়।

অবশ্য টেস্টে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজের পারফরম্যান্স খুব একটা স্বস্তি দিচ্ছে না উইন্ডিজকে। সেবার ২-১ ব্যাবধানে সিরিজ জিতে ক্যারিবীয়দের হারিয়েছে ছিল পাকিস্তান।

সিরিজ সূচি-

১ম টেস্ট ১২-১৬ আগস্ট, সাবিনা পার্ক, জ্যামাইকা
২য় টেস্ট ২০-২৪ আগস্ট, সাবিনা পার্ক, জ্যামাইকা

এআইএ/এটি/টিআইএস