সালমানকে ছুঁয়ে মীরাবাঈয়ের স্বপ্ন পূরণ
স্বপ্নপূরণ হয়েছে গেল মাসেই। হাতে ধরা দিয়েছে অলিম্পিক পদক। সেই সাফল্য মীরাবাঈ চানুকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। রীতিমতো তারকা বনে গেছেন তিনি। তবে ভারতের এই ভারোত্তোলক এখনও আগের মতোই আছেন। তাই তো এবার স্বপ্নের তারকার ছুঁয়ে দেখতে পেরে উচ্ছ্বসিত তিনি।
টোকিও অলিম্পিকে রুপা জিতে স্বপ্ন পূরণের পর এবার আরেক স্বপ্নপূরণ হলো চানুর। প্রিয় নায়ক সালমান খানের দেখা পেয়ে গেলেন তিনি। সদ্য শেষ অলিম্পিকে পদক জিতে সালমানকে নিয়ে মুগ্ধতার কথা শুনিয়েছিলেন, ‘সালমান খানকে দারুণ পছন্দ আমার। ওর চেহারাও দারুণ লাগে।’
বিজ্ঞাপন
সেই প্রিয় নায়কের দেখা পেয়ে গেলেন মীরাবাঈ। সালমানের ইনস্টাগ্রামে চানুর সঙ্গে মনিপুরী স্কার্ফ পরে ছবি পোস্ট দিলেন বলিউডের ভাইজান। তিনি লিখেছেন, ‘আপনার জন্য দারুণ খুশি চানু। আপনার সঙ্গে দেখা করে ভাল লাগল। আমার শুভেচ্ছা আপনার সঙ্গে থাকবে সবসময়।’
— Sachin Tendulkar (@sachin_rt) August 11, 2021
আবার সেই ছবি পোস্ট করে রুপা জয়ী চানু লিখলেন, ‘ধন্যবাদ সালমান খান। আমি আপনার খুব বড় ভক্ত। স্বপ্ন সত্যি হল আমার।’ বুধবার ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গেও দেখা হলো চানুর। সব মিলিয়ে সময়টা দারুণ কাটছে মনিপুরের এই ক্রীড়াবিদের।
বিজ্ঞাপন
এটি/এমএইচ