ছবি: বিসিবি

সংক্ষিপ্ত স্কোর-
লাল দল: ১৬০/১০, ৩৭.২ ওভার (তামিম ২৮, লিটন ২, শান্ত ২৭, মিঠুন ১৬, সৌম্য ২৪, আফিফ ৩৫, শেখ মেহেদি ১, সাইফউদ্দিন ৭*, নাসুম ২, রুবেল ০, মুস্তাফিজ ৯; হাসান ৪/২১, শরিফুল ২/২৭, আল আমিন ২/৩২, সাকিব ১/৩১)

আগামী ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। দুই দলের এই সিরিজ শুরু হবে ওয়ানডে ফরম্যাট দিয়ে। তার আগে নিজেদের মধ্যে দুইটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা। বৃহস্পতিবার শুরুর ম্যাচটি খেলতে নেমেছে মাহমুদউল্লাহ রিয়াদ আর তামিম ইকবালের দল। যেখানে হাসান মাহমুদ, সাকিব আল হাসানদের সামনে সুবিধা করতে পারেননি তামিমরা।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ম্যাচে ঘন কুয়াশার কারণে ১০ ওভার কমে ম্যাচ হয় ৪০ ওভারের। সেখানে আগে ব্যাট করে তামিমরা। শুরুতে ২ রান করা ওপেনার লিটনকে ফেরান শরিফুল ইসলাম। আরেক ওপেনার তামিম তিনে নামা নাজমুল ইসলাম শান্তকে নিয়ে ইনিংস মেরামতের কাজ করেন, তবে খুব বেশি সুবিধা করতে পারেননি তারা।

হাসান জোড়া আঘাতে ফেরেন দুজনই। তামিম করেন ২৮ রান। শান্তর ব্যাট থেকে আসে ২৭ রান। এরপর আফিফ ৩৫ রান করে ফিরলে সুবিধা করতে পারেননি মোহাম্মাদ মিঠুন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিনরা। ফলে মাত্র ১৬১ রানেই গুটিয়ে যায় তামিমদের লাল। সবুজ দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার হাসান মাহমুদ। শরিফুল, আল-আমিনরা নেন ২ উইকেট করে।

টিআইএস/এনইউ