প্রথম শিরোপা জিতে পচেত্তিনো বললেন, ‘কেবল শুরু’
ছবি : সংগৃহীত
হুট করেই টমাস টুখেলকে বরখাস্ত করে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তার জায়গায় দলে প্রধান কোচের দায়িত্ব দেয়া হয় আর্জেন্টাইন মাওরোসিও পচেত্তিনোকে। দায়িত্ব নেওয়ার পর তৃতীয় ম্যাচেই প্রথম শিরোপার দেখা পেয়েছেন তিনি।
অলিম্পিক মার্শেইকে ২-১ গোলে হারিয়ে ‘ট্রফি ডেস চ্যাম্পিয়ন’ জিতেছে পিএসজি। ক্লাবের হয়ে প্রথম শিরোপা জয়ের পর পচেত্তিনো বলেছেন এটা কেবল শুরু। অল্প সময়ে অনুশীলন করালেও খেলোয়াড়রা এটা প্রাপ্য ছিল বলে মনে করেন এই আর্জেন্টাইন কোচ।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘এটা কেবল শুরু। আমরা এটা বিশ্বাস করি যে, সময় ও কাজের সঙ্গে আমাদের পরিকল্পনাগুলো প্রয়োগ করতে পারবো। আর সেই প্রক্রিয়াটা ভালোভাবে হবে, কারণ আমাদের ওই ধরণের সামর্থ্য রয়েছে। আমরা অল্প সময় অনুশীলন করেছি। কিন্তু আমরা খেলোয়াড়রা এই শিরোপাটা প্রাপ্য ছিল।’
দায়িত্ব নেয়ার দশদিনের মাথায়ই শিরোপা জয়ে উচ্ছ্বসিত পচেত্তিনো। ট্রফির চেয়েও বেশি খুশি তিনি সমর্থকদের সম্মানিত করতে পারায়। সঙ্গে জানিয়েছেন দলের ফুটবলাররাও দ্রুত আয়ত্ব করছে তার কৌশল।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘কোচ হওয়ার পর মাত্র দশ দিন হয়েছে, তিন ম্যাচ খেলেছি এবং আজকে আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষের বিপক্ষে এই ফাইনাল জয়। এটা জয়টা খুব গুরুত্বপূর্ণ। ট্রফির চেয়েও সম্মান ও গর্বটা দলের জন্য ও সমর্থকদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে দল সেটাই করছে, যেটা আমি বলছি। আমি এখানে দুই সপ্তাহ ধরে আছি এবং আমরা অনেক প্রস্তুতি গ্রহন করেছি।’
এমএইচ