রাহুলের সেঞ্চুরিতে রান পাহাড়ে চড়ার স্বপ্ন ভারতের
দুর্দান্ত একটা শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মা। ১৯৭৪ সালের পর প্রথমবার লর্ডসে একশ পার করেছিল ভারতের উদ্বোধনী জুটি। রোহিত যদিও সেঞ্চুরি পাননি। তবে লর্ডসের অনার্স বোর্ডে ঠিকই নাম তুলেছেন লোকেশ রাহুল। তাতে রান পাহাড়ে চড়ার স্বপ্ন দেখছে ভারত।
লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দিনে ৩ উইকেট হারিয়ে তারা করেছে ২৭৬ রান। সেঞ্চুরি করার পর ১২৭ রানে অপরাজিত আছেন রাহুল। দ্বিতীয় দিনের শুরুতে তার সঙ্গী হবেন আরেক অপরাজিত ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে। ২২ বল খেলে ১ রান করেছেন তিনি।
বিজ্ঞাপন
টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ব্যাটিংয়ে নেমে ভারতকে ১২৬ রানের দুর্দান্ত এক উদ্বোধনী জুটি উপহার দেন রাহুল ও রোহিত। ১১ চার ও ১ ছক্কায় ১৪৫ বলে ৮৩ রান করে জেমস অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান রোহিত।
সুবিধা করতে পারেননি তিন নম্বরে খেলতে নামা চেতেশ্বর পূজারা। ২৩ বলে ৯ রান করে অ্যান্ডারসনের বলেই বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ফিফটির দেখা পাননি অধিনায়ক বিরাট কোহলিও। ৩ চারে ১০৩ বলে ৪২ রান করে তিনি আউট হন।
বিজ্ঞাপন
পরে বাকি দিনটা রাহানেকে নিয়ে কাটিয়ে দিয়েছেন রাহুল। ১২ চার ও ১ ছক্কায় ২৪৮ বল খেলে ১২৭ রানে অপরাজিত আছেন এই ওপেনার। ইংল্যান্ডের পক্ষে প্রথম দিনে অ্যান্ডারসন ২ ও ওলে রবসন নিয়েছেন একটি উইকেট।
এমএইচ