২১৭ রানেই গুটিয়ে দেওয়া গিয়েছিল পাকিস্তানকে। তাতে আশা ছিল ভালো কিছুর। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের নিজেদের ইনিংসের শুরুটাও এমন হলো, অস্বস্তি নিয়েই দিন কাটল তাদেরও। মাত্র ২ রানে ২ উইকেট হারিয়ে বিপদে আছে স্বাগতিকরাও। 

কিংসটনে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২১ রান যোগ করে সাজঘরে ফেরত যান ইমরান বাট। ২৬ বলে ১১ রান করে আউট হয়ে যান এই ওপেনার। আরেক ওপেনার আবিদ আলিও ফেরেন ২১ বলে ৯ রান করে। 

পরে পাকিস্তান উইকেট হারায় নিয়মিত বিরতিতে। ইনিংসের একমাত্র ফিফটিটি আসে ফাওয়াদ আলমের ব্যাট থেকে। ৬ চারে ১১৭ বলে ৫৬ রান করে এই ব্যাটসম্যান ফেরেন জেসন হোল্ডারের বলে বোল্ড হয়ে। পাকিস্তানের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ফাহিম আশরাফ। ৬৬ বলে ৪৪ রান করেন তিনি। 

শেষ পর্যন্ত দিনের ৪ ওভারের খেলা বাকি থাকতে ২১৭ রানে অলআউট হয় পাকিস্তান। উইন্ডিজদের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন জাইডান সিলস ও জেসন হোল্ডার। এছাড়া কেমার রোচ দুইটি ও কাইল মেয়ার্স পেয়েছেন একটি করে উইকেট। 

পাকিস্তানকে জবাব দিতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি স্বাগতিকদের। ৬ বলে ০ রান করে কিরন পাওয়েল ও ১ বলে ০ রান করে এনক্রুমাহ বোনার ফিরেছেন সাজঘরে। দুইটি উইকেটই নিয়েছেন মোহাম্মদ আব্বাস। ২ রানে দুই উইকেট নিয়েই দ্বিতীয় দিন শুরু করবে তারা। 

এমএইচ